• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজশাহীতে পদ্মা নদীতে পড়ে এক শিশুর মৃত্যু

  রাফিকুর রহমান লালু, রাজশাহী

১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫২
শিশুর মৃত্যু

রাজশাহীর বাঘায় পদ্মাপাড়ে ঘুরতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেংগাড়ি বাজারের নিচে পদ্মা নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত শিশুর নাম, নিনাদ আহম্মেদ (৬)। সে বেংগাড়ি গ্রামের ও পলাশি ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজিজুল ইসলাম নাহিদ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিনাদ আহম্মেদ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে আগত চাচাত ভাই নাফিদ সরকার ও মির্জাদ সরকারের সঙ্গে বেংগাড়ি বাজারের নিচে পদ্মা নদীর ধারে ঘুরতে যায়। তারা পদ্মার ধারে ঘুরতে ঘুরতে নিনাদ আহম্মেদ পা ফসকে পড়ে যায়। পদ্মা নদীর ঐ জায়গাটি গভীর ছিল। শিশু নিনাদ আহম্মেদ স্রোতে ভেসে যাচ্ছিল। এ সময় অন্যদের চিৎকারে মাছ ধরা নৌকা এসে নিনাদ আহম্মেদকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, তারা সকাল ৮টার দিকে পদ্মার ধারে বেড়াতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড