• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পটুয়াখালীতে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

  রিপন দাস, পটুয়াখালী

১১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১২
পটুয়াখালী

পটুয়াখালীতে দিনদিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসাপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৪৮ জন রোগী ভর্তি রয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন।

জানা যায়, পটুয়াখালীতে ২৪৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৬ জন, দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪ জন, বাউফলে ১৯ জন, গলাচিপায় ২১ জন, মির্জাগঞ্জে ৩৫ জন, দুমকিতে ১২ জন ও কলাপাড়ায় ১১ জন রোগী ভর্তি রয়েছে। আক্রান্তদের মধ্যে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বেশি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৫০ শয্যার হাসপাতালে ১১৬ জনই ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় পর্যাপ্ত পরিমাণে ওষুধ দিতে পারছে না।

এদিকে পটুয়াখালীর বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড এখনও করা হয়নি। মেডিসিন ওয়ার্ডে সাধারণ রোগীদের সঙ্গে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান জানান, ঢাকা থেকে লোকজন গ্রামের বাড়িতে আসায় এবার পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসা সেবা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড