• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সবজি ভর্তি বাজারের ব্যাগ থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার

  রাফিকুর রহমান লালু, রাজশাহী

২০ আগস্ট ২০২৩, ১৫:৩৯
হেরোইন

সবজি ভর্তি বাজারের ব্যাগ এবং প্যান্টের বেল্টের মধ্যে লুকিয়ে অভিনব কায়দায় পাচারের সময় ১ কেজি ৬০০ গ্রাম হেরোইন সহ মো. ইমরান আলী (৩৩) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব। জব্দ মাদকের বাজার মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

গতকাল শনিবার রাত ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড়ে যাত্রীবাহী বাসের মধ্যে থাকা ঐ মাদক ব্যবসায়ী ইমরান আলীকে আটক করা হয়েছে। আসামী ইমরান আলী নাটোর সদর উপজেলার রামাইগাছী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

রোববার (২০ আগস্ট) ভোরে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

র‍্যাব জানান, আটক মাদক ব্যবসায়ীর বাড়ি নাটোর হলেও গত কয়েক মাস ধরে সে চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা ও চোরাচালানের কাজ করে আসছেন তিনি। হেরোইনের ১টি বড় চালান চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে গোদাগাড়ী হয়ে রাজশাহী নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১টি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।

পরে তার কাছে থাকা ১টি সবজি ভর্তি বাজারের ব্যাগ তল্লাশি করে ১ কেজি হেরোইন পাওয়া যায়। পরে তার শরীর তল্লাশি করলে প্যান্টের বেল্টের মধ্যে লুকিয়ে রাখা আরো ৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। আটক মাদক ব্যবসায়ী ইমরান আলীর নামে থানায় এর আগে আরো ৩টি মাদক মামলা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাব।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড