• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রেন দেখে রেলব্রিজ থেকে লাফিয়ে পড়ে বৃদ্ধের মৃত্যু 

  রাকিব হাসনাত, পাবনা

১৮ আগস্ট ২০২৩, ১৪:১৮
ট্রেন দেখে রেলব্রিজ থেকে লাফিয়ে পড়ে বৃদ্ধের মৃত্যু 
উদ্ধারকৃত মরদেহ (ফাইল ছবি)

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেন দেখে রেলব্রিজ থেকে লাফ দিয়েও প্রাণে বাঁচতে পারলেন না বৃদ্ধ আব্দুস সালাম (৬৫)। ব্রিজের পিলারের ওপর পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান তিনি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার কৈডাঙ্গা রেলব্রিজের ওপর মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে

নিহত আব্দুস সালাম উপজেলার পুইবিল গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বৃদ্ধ আব্দুস সালাম হেঁটে কৈডাঙ্গা রেলব্রিজ পার হচ্ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি আন্ত:নগর ট্রেন চলে আসে। প্রাণে বাঁচতে বৃদ্ধ আব্দুস সালাম রেলব্রিজ থেকে লাফ দেন। কিন্তু নদীর পানিতে না পড়ে ব্রিজের পিলারের ওপর পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশের। তবুও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দাফনের জন্য মরদেহ নিহতের স্বজনরা নিয়ে গেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড