• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

’৭১এর পরাজিত শক্তিরা কখনো দেশের উন্নয়ন চায় ন‘

  নাসিম আজাদ, স্টাফ রিপোর্টার (নরসিংদী)

১৬ আগস্ট ২০২৩, ১২:৪৬
’৭১এর পরাজিত শক্তিরা কখনো দেশের উন্নয়ন চায় ন‘

৭১এর পরাজিত শক্তিরাই ৭৫এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্ব-পরিবারে হত্যা করেছিল। এখনো তাদের ষড়যন্ত্র থেমে নেই। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যখন বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বিএনপি জমায়াতসহ ৭১এর পরাজিত শক্তি আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

তিনি আরও বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে আমরা সোচ্চার। শান্তি বিনষ্টকারীদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে।

গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, নরসিংদী জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা ও পলাশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম গাজী।

ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মো. শরিফুল হকের সভাপতিত্বে ঘোড়াশাল আওয়ামী লীগ কার্যালয় চত্বরে আয়োজিত শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সফি ও পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু ও ঘোড়াশাল পৌর যুবলীগ সভাপতি মো. মনির হোসেন মোল্লা প্রমুখ।

অনুষ্ঠান শেষে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ শাহাদাৎ বরণকারী সকল শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড