• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিব অধিনায়ক হওয়ায় মাগুরায় বন্ধুদের মিষ্টি বিতরণ

  মো. হেলাল হোসেন, মাগুরা

১৪ আগস্ট ২০২৩, ১৩:১৩
সাকিব অধিনায়ক হওয়ায় মাগুরায় বন্ধুদের মিষ্টি বিতরণ

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বিসিবি থেকে তিন ফরম্যাটের ক্যাপটেন্সি দেওয়ায় মাগুরায় তার সহপাঠী ও বন্ধুরা মিষ্টি বিতরণ করেছেন। পুরাতন বাজার এলাকায় একটি দোকানে তারা এ আয়োজন করেন।

গতকাল রবিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সাকিবের বন্ধুরা এ আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মাগুরার সাকিবের নিকটজনসহ তার ছোট বেলার বন্ধুরা।

সাকিবের বন্ধু ইভান বলেন, সাকিবকে অধিনায়কত্ব করতে এর আগেও আমরা দেখেছি। কিন্তু এবারই সম্ভবত প্রথম যে সে তিন ফরম্যাটে ক্যাপটেন্সির দায়িত্ব পেল। এতে আমরা সব বন্ধুরা খুব খুশি এবং মাগুরাবাসী খুবই আনন্দিত।

সাকিবের বন্ধু তারেক বলেন, সামনে বিশ্বকাপ ক্রিকেট। এ সময়ে সাকিব বাংলাদেশ দলকে আরও এগিয়ে নেবে বলে আমরা প্রত্যাশা করছি।

ক্রিকেটার সাকিবের বন্ধুরা মাগুরার পুরাতন বাজার এলাকায় মিষ্টি বিতরণ করেন। এরপর রাত সাড়ে ৮টার দিকে সবাই মিলে ইসলামপুর পাড়ায় আনন্দ উৎসব করেন।

এ সময় মিষ্টি খেয়ে চায়ের দোকানী মোহামেডান বলেন, সাকিব আমাদের গর্ব। তার কাছে মাগুরাবাসী তথা দেশের প্রত্যাশা আকাশ সমান। আমরা জানি সে অধিনায়ক হিসাবে ও সফল হবে।

মাগুরার ব্যবসায়ী রুহুল আমীন বলেন, সাকিবের তিন ফরম্যাটে ক্যাপটেন্সি খুব বড় ধরনের প্রাপ্তি ও তার দায়িত্ব। এ মুহূর্তে ক্রিকেট বোর্ড তাকে যোগ্য মনে করেছেন বলেই তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। আশা করি সে দলকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড