• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাচা সড়কের বেহাল দশায় বিপাকে গ্রামবাসী

বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করেও মিলছে না সুরাহা

  এম এ মোতালিব ভুইয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

১৪ আগস্ট ২০২৩, ১১:১১
কাচা সড়কের বেহাল দশায় বিপাকে গ্রামবাসী
সড়কের বেহাল দশা (ছবি : অধিকার)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা আননপাড়া থেকে পেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদরাসা পর্যন্ত চার কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল অবস্থা। অল্প বৃষ্টিতেই কাদা হয়ে যায় রাস্তায়। ফলে গ্রামবাসীদের জনগুরুত্বপূর্ণ রাস্তাটি হাঁটু কাদায় মানুষ চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ে।

দীর্ঘদিনের জন-ভোগান্তির কাঁচা রাস্তাটি পাকা-করণের জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করেও কোনো সুরাহা পাইনি স্থানীয়রা। গ্রামের মধ্যে এই কাচা রাস্তাটি দ্রুত পাকা করণের জন্য সংশ্লিষ্টদের কাছে আবেদন করেছেন এলাকাবাসী।

পেকপাড়া গ্রামের আব্দুল হান্নান জানান, বাঁশতলা আননপাড়া-পেকপাড়া-ইসলামপুর গ্রামের চার কিলোমিটার কাঁচা রাস্তাটি অল্প বৃষ্টি হলেই হাঁটু কাদায় পরিণত হয়। কাদা হওয়ায় ওই রাস্তা দিয়ে মানুষ মসজিদে নামাজের জন্য যেতে পারে না। উক্ত রাস্তা দিয়েই কোমলমতি শিশুরা প্রাইমারি স্কুলে যাতায়াত করে। কাদাযুক্ত রাস্তার কারণে অনেকেই পিছলে পড়ে যায়।

গ্রামের ইমান আলী জানান, মাত্র চার কিলোমিটার কাচা রাস্তার কারণে গ্রামের মানুষ চলাচলে নানা ভোগান্তিতে পড়ে। স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের বিষয়টি বারবার জানানো হলেও কাচা রাস্তাটি আজ অবধি পাকা-করণের কোন উদ্যোগ নেয়া হয়নি।

ইসলামপুর গ্রামের আজির বেগ বলেছেন, আমাদের গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি। নির্বাচন এগিয়ে আসলে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা রাস্তাটি পাকা করণের প্রতিশ্রুতি দেন। নির্বাচন শেষ হলেই রাস্তাটির কথা সকলেই ভুলে যান। চার কিলোমিটার কাচা রাস্তাটি পাকা করণের জন্য উপজেলা এলজিইডির দৃষ্টি কামনা করেন তারা।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে চার কিলোমিটার রাস্তা পাকা করনের কোনো সুযোগ নেই। সুযোগ থাকলে অনেক আগেই জন দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে পাকা করনের উদ্যোগ নেয়া হতো। বিষয়টি উপজেলা এলজিইডির হস্তক্ষেপ কামনা করেন এই জনপ্রতিনিধি।

ছাতক উপজেলা এলজিইডি প্রকৌশলী দোয়ারাবাজারের দায়িত্বপ্রাপ্ত আফসার আহমেদ বলেন, রাস্তাটি সম্পর্কে আমাকে কেউ অবহিত করেনি। তবে আপনাদের মাধ্যমে অবগত হলাম। বিষয়টি নজরে এসেছে। পাকা করণের উদ্যোগ নেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড