• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

  সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার)

০৮ আগস্ট ২০২৩, ১১:২০
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু
উদ্ধার অভিযান চলছে (ছবি : অধিকার)

সারাদেশের মতো কক্সবাজারে গেল কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতর সঙ্গে ভারী বর্ষণ হচ্ছে। এতে উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্প-০৯ এর এ/৬ ব্লকস্থ আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) এবং তার মেয়ে মাহিম আক্তার (২)।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কমান্ডিং অফিসার মো. আমির জাফর।

তিনি বলেছেন, সোমবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে পানবাজার পুলিশ ক্যাম্পের আনোয়ার ইসলামের শেডের উপর এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এমন তথ্য পাওয়ার সাথে সাথে পানবাজার পুলিশ ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় মাটির নিচে চাপা পড়া অবস্থায় নিহত দুইজনকে উদ্ধার করে।

নিহতদের উদ্ধার করে ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে এবং ক্যাম্পে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী রোহিঙ্গাদের অন্যত্র সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে বলে জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড