• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৪৫০ কেজি ভারতীয় চিনিসহ দুই কারবারি শ্রীঘরে 

  এম এ মোতালিব ভুইয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

০৩ আগস্ট ২০২৩, ১৭:২৪
২৪৫০ কেজি ভারতীয় চিনিসহ দুই কারবারি শ্রীঘরে 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ সিপিসি ৩ এর অভিযানে দুই হাজার চারশ ৫০ কেজি ভারতীয় চিনিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাতে ওই অভিযান পরিচালনা করে র‍্যাব।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার সবজির আড়তের পশ্চিম পার্শ্বে জনৈক মো. জজ মিয়ার বসত বাড়িতে পৌঁছাইলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন কারবারি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এসআই সৈয়দ মোহাম্মদ সৈকতের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার গ্রামের মৃত এলাহি বক্সের পুত্র মো. জজ মিয়া (৭০) ও কিরণপাড়া গ্রামের নূরুল ইসলামের পুত্র মো. আব্দুল কাদেরকে (৩৩) আটক করা হয়। 

এ সময় আটক মো. জজ মিয়ার বসতঘরের পশ্চিম পার্শ্বে গোয়ালঘরে তল্লাশি করে ২০টি সাদা রংয়ের ভারতীয় চিনির বস্তা যার প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে মোট এক হাজার কেজি ভারতীয় চিনি এবং মো. আব্দুল কাদেরের মালিকানাধীন ২৯টি অফহোয়াইট রংয়ের ভারতীয় চিনির বস্তা যার প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে মোট এক হাজার চারশ ৫০ কেজি ভারতীয় চিনি। সর্বমোট ৪৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। যার সর্বমোট ওজন ২৪৫০ কেজি। 

র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার মো. মতিয়ার রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাই পথে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রয় করছিল। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড