• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পল্লী বিদ্যুৎ অফিসে নাশকতার পরিকল্পনা করায় চারজন গ্রেফতার 

  এমদাদুল হক লালন, বকশীগঞ্জ (জামালপুর)

০২ আগস্ট ২০২৩, ১৭:১৬
পল্লী বিদ্যুৎ

জামালপুরের বকশীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও ও নাশকতার পরিকল্পনার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) রাত সাড়ে ১২ টায় নিলক্ষিয়া ইউনিয়নের আর.জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো নিলাখিয়া পশ্চিম পাড়া এলাকার মৃত সিপার উদ্দিনের ছেলে মইজদ্দিন (৬০), আব্দুস ছালামের ছেলে আসলাম মিয়া (৫৫), মমতাজ উদ্দিনের ছেলে উকিল মিয়া (৪০) ও উত্তর পাড়া এলাকার মাহবুব মিয়া (৩৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস ধরে বকশীগঞ্জ উপজেলার তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। চাহিদার চেয়ে বিদ্যুতের সরবরাহ কম থাকায় সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির। কিন্তু নিলক্ষিয়া ইউনিয়নের কিছু ব্যক্তি নিরবিচ্ছিন্ন সরবরাহের দাবিতে বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করার পরিকল্পনা করেন। পরিকল্পনার খবর পেয়ে রাতে বকশীগঞ্জ থানা পুলিশের আভিযানিক দল নিলক্ষিয়া ইউনিয়নের আর.জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পরিকল্পনার সময় চার জনকে গ্রেফতার করেন।

বকশীগঞ্জ থানার (ওসি) মো. সোহেল রানা জানান, আটককৃতদের বিদ্যুৎ অফিস ঘেরাও ও নাশকতার পরিকল্পনা করায় ওই চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (২ আগস্ট) বিকালে আটককৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড