• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৩ দফা বাস্তবায়নের দাবি

হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের শ্রমিকদের প্রতিবাদ 

  আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)

২৫ জুলাই ২০২৩, ১৪:৪৪
হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের শ্রমিকদের প্রতিবাদ 

চট্টগ্রামের হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ও কৃষি ফার্ম শ্রমিক সমিতির ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সামনে এ কর্মসূচির সূচনা করা হয়। দশ দিন ব্যাপী এই কর্মসূচিটি আগামী ৩০ জুলাই পর্যন্ত কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালন করা হবে।

শ্রমিকদের বেতন বৃদ্ধি, চাকরি নিয়মিতকরণসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কৃষিফার্ম সমিতির তালিকাভুক্ত শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। দশ দিনব্যাপী কর্মসূচির তালিকায় আছে কেন্দ্র সমূহের অফিসের সামনে মিছিল, মিটিং, অবস্থান কর্মসূচি, মানববন্ধন, অনশন পালন।

এ সময় বক্তারা বলেন- কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বেশকিছু প্রতিষ্ঠান সরকারি সকল সুবিধা পেলেও কৃষি গবেষণা কেন্দ্রের শ্রমিকেরা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কৃষি ফার্ম শ্রমিকদের ক্ষেত্রে সরকারি কোনো নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে না। একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেও শ্রমিকদের বেতন বাড়ে না, তাদের নিয়োগ নিয়মিতকরণ করণ করা হচ্ছে না, সরকারি কর্মকর্তারা ইচ্ছামাফিক শ্রমিক ছাঁটাই ও কাজ দিচ্ছেন, শ্রমিকরা ছুটি ভোগ করতে পারে না, চিকিৎসা ভাতা পায় না, এ সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ১৩ দফা দাবি আদায়ে লক্ষ্যে ১০ দিন ব্যাপী কর্মসূচি চলবে।

মানববন্ধনে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কৃষি ফার্ম শ্রমিক সমিতির উপদেষ্টা মো. আনিস বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দাবি আদায়ের লক্ষ্যে দশ দিনব্যাপী আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা মনে করি সরকার দ্রুতই আমাদের দাবিগুলো মেনে নিবে।

হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কৃষি ফার্ম শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহরম আলী বলেন, আমরা বর্তমানে ৫৫০ টাকা দৈনিক মজুরি পাই, এটাকে এক হাজার টাকা করতে হবে। বছরে ছুটি পাই ৩০ দিন এটাকে ৬০ দিনে বৃদ্ধি করতে হবে। অনিয়মিত শ্রমিকদেরকে নিয়মিত করত হবে ও বৈশাখী ভাতা দিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- শ্রমিক সমিতির উপদেষ্টা মো. আবদুস ছালাম, মো. কামাল হোসেন, মো. আনোয়ার, মো. জসিম।

শ্রমিক সমিতির সভাপতি মো. রফিক, সহ-সভাপতি মো. আ. মান্নান, সহ-সাধারণ সম্পাদক মো. মাহাবুব, অর্থ সম্পাদক মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুল আলম, প্রচার সম্পাদক মো. সুমন, সদস্য মো. শফিকুর রহমান, মো. মমতাজ, মো. মহিউদ্দিন, মো. আলী আকবরসহ অন্যরা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড