• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দাওয়াত দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ

  মো. হেলাল হোসেন, মাগুরা

২৫ জুলাই ২০২৩, ১৩:১৮
দাওয়াত দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সব্দালপুর নোহাটা গ্রামে সোমবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফাতেহার দাওয়াত দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ৮ জন। এ ঘটনায় আরও বেস কয়েকজন আহত হন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আলাম মোল্যা বিএনপি সমর্থীত ও সাব্বির মোল্যা আওয়ামী লীগ সমর্থীত দুজন এক হয়ে আওয়ামী লীগ সমর্থীত আনিচুর রহমান কনক গ্রুপের সাথে ফাতেহার দাওয়াত দেয়াকে কেন্দ্র করে আজ রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

যানা যায়, সংঘর্ষের এক পর্যায়ে আলাম মোল্যা ও সাব্বির মোল্যার সমর্থীত লোক জন কনক গ্রুপের লোকের উপরে এলোপাতাড়ি চররা গুলিবর্ষণ করতে থাকে।

এ সময় কনক গ্রুপের, রেজাউল ইসলাম (৩৮) পিতা মৃত আবুল হোসেন মির, তুজাম্মেল হোসেন (৩৬) পিতা মৃত আকবার হোসেন মোল্লা, সানি মাহমুদ বাবু (১৫) পিতা আশাফুল ইসলাম, মো. ফরহান হোসেন (১৫) পিতা মো. ইবাদত মোল্লা, মো. রিফাত বিশ্বাস (১৫) পিতা নবাব আলী বিশ্বাস, সবদালপুর গ্রামের পারভেজ খা (৩৬) পিতা লুৎফর খা, আলি বিশ্বাস (৩৫), আব্দুল করিম মোল্লার ছেলে হারুন মোল্লা (৩৬) গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আহত সবাই মাগুরা সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

অন্যদিকে রাজু ও ইব্রাহিম নামে অপর দুইজন আহত হয়েছেন। তারা আলাম ও সাব্বিরের সমর্থক।

এ ঘটনার বিষয়ে মুঠোফোন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, দুই পক্ষের মধ্য সংর্ঘস হয়েছে এটা আমার শুনেছি। তবে গুলি বিনিময়ের বিষয়টি আমার জানা নাই। আমরা এখন ঘটনা স্থলে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে দুই গ্রুপের সংঘর্ষের বিষয়ে রাতেই তাদের মুঠোফনে যোগাযোগ করা হলে তারা মোবাইল ফোনটি রিসিভ করেননি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড