• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইজিবাইক চালককে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন 

  রিয়াজুল ইসলাম, কুষ্টিয়া

২৪ জুলাই ২০২৩, ১৭:১৬
ইজিবাইক চালককে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন 
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি (ছবি : অধিকার)

কুষ্টিয়ায় ইজিবাইক চালক বশির উদ্দিনকে (৬০) হত্যার দায়ে রঞ্জু মণ্ডল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ সোমবার দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি হলেন- কুমারখালী উপজেলা উত্তর পারসাঁওতা গ্রামের মৃত সালামত মণ্ডলের ছেলে।

আদালতের মামলা সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ২৪ আগস্ট বিকালের দিকে নিহত ব্যক্তি বশির উদ্দিন তার ব্যাটারি চালিত ভ্যান গাড়ীটি নিয়ে ভাড়া মারা জন্য বাড়ি থেকে বের হয়। পরের দিন সে বাড়িতে আর ফিরে আসেন নাই। পরের দিন সকালের দিকে কুষ্টিয়া সদর উপজেলার মেটন চর গোপালপুর এলাকায় রক্তাক্ত অবস্থায় একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর লাশ ময়না তদন্ত ও সুরতহাল রিপোর্টের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে গত ২৬ আগস্ট নিহতের ছেলে মিঠুন শেখ অজ্ঞাত ব্যক্তিদের নামে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকারী কর্মকর্তা মো. আকিবুল ইসলাম মামলাটির তদন্ত শেষ করে আদালতে আসামির উল্লেখ করে চার্জশীট দাখিল করেন। পরবর্তীকালে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড