• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপি নেতা হত্যা মামলায় সিরাজগঞ্জে দুইজনের যাবজ্জীবন

  সোহেল রানা, সিরাজগঞ্জ

২৪ জুলাই ২০২৩, ১৪:৪৪
বিএনপি নেতা হত্যা মামলায় সিরাজগঞ্জে দুইজনের যাবজ্জীবন
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা (ছবি : অধিকার)

সিরাজগঞ্জে বিএনপি নেতা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাজিপুর উপজেলার মো. মজনু মিয়া ওরফে মজনু, দীল বাবু, মো. রবিউল ও মো. রেজাব ওরফে পাইত্যা।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বরে জেলার কাজিপুর উপজেলার মাজনাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের কাজ চলমান অবস্থায় বিএনপির নেতা ইকবালের নেতৃত্বে লাল বাবু, মজনু মিয়া, রবিউল, রেজাব ওরফে পাইত্যাসহ আরও ৭/৮ জন বিদ্যালয়ে গিয়ে ঠিকাদার হারুন অর রশিদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ঠিকাদার চাঁদা দিতে অস্বীকার করলে তারা ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ করে দেন।

পরবর্তীকালে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষকের ভাই শফিকুল ইসলামসহ স্থানীয় লোকজনের বাধার মুখে ইকবাল তার লোকজনসহ চলে যান। পরদিন শফিকুল ইসলাম দোকানে চিনি কিনতে গেলে ইকবালের নেতৃত্বে তারা শফিকুলের উপর হামলা চালায় এবং মজনু ডেগার দিয়ে পরপর ৫টি আঘাত করে জখম করেন।

যদিও ৫ম আঘাতটি শফিকুল সরে যাওয়ায় ইকবালের বুকের ডান পাশে লেগে ইকবাল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ইকবালের ভাই লাল বাবু বাদী হয়ে কাজিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর মামলাটি তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসলে তদন্তকারী কর্মকর্তা নিজেই বাদী হয়ে শফিকুলকে আক্রমণকারী ইকবালের সাথে থাকা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য মোট ৩৭ জন সাক্ষী গ্রহণ করেন।

সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় জেলা ও দায়রা জজ আসামি মোজাম ও মোজাম্মেল, জাহাঙ্গীর আলম, মো. রবিউল, লাল বাবু, মো. মাসুম বাবু বাবুর উপস্থিতিতে রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আসামি মজনু মিয়া ওরফে মজনু, রেজাব ওরফে পাইত্যা পলাতক রয়েছে। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পি. পি আব্দুর রহমান এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. মো. শওকাত হোসেন ও মো. গোলাম হায়দার।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড