• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘গণতন্ত্র প্রতিষ্ঠার নামে রাজনীতি যেন অশুভ শক্তির হস্তগত না হয়’

  মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ)

১৬ জুলাই ২০২৩, ১২:১৮
‘গণতন্ত্র প্রতিষ্ঠার নামে রাজনীতি যেন অশুভ শক্তির হস্তগত না হয়’

রাজনীতি অশুভ শক্তির হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র, কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন হতে পারে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য সুখকর নয়। তাদের অনেকের হাতে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ডের নামে কেউ কেউ এক পেশি নির্বাচন করেছেন।

গতকাল শনিবার (১৫ জুলাই) বেলা ১১টায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয় ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে মিলাদ মাহফিলে আরও বক্তব্য রাখেন- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, সাবেক ছাত্রনেতা ও ঢাকা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জিয়াউল হক জুয়েল, সাবেক ছাত্রনেতা আব্দুল আজিজ চৌধুরী, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ফকির আল মামুন, সদস্য সচিব আবু সাঈদ লিয়ন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শহিদুল ইসলাম, শ্রমিক পার্টির আহ্বায়ক শাখাওয়াত হোসেন প্রমুখ।

এছাড়াও জাতীয় পার্টির নেতা আমির হোসেন খোকা, আব্দুস সাত্তার খান, পৌর জাপার সাধারণ সম্পাদক সালাউদ্দিন খোকা, বশির আহমেদ মেম্বার, সিংগাইর সদর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মো. রজ্জব আলী, মো. মারুফ হোসেন, আব্দুল মান্নান, যুবনেতা আদিল মাহমুদ, শরিফুল ইসলাম শিপন, ওয়াসিম, ছাত্রনেতা মিলন মাহমুদ, বাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড