• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহিষগুলোকে ভারত থেকে পাচার করে আনা হয়েছিল

  মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)

১৫ জুলাই ২০২৩, ১৫:৪২
মহিষগুলোকে ভারত থেকে পাচার করে আনা হয়েছিল

রাঙ্গামাটির লংগদুতে রাজনগর ৩৭ বিজিবি জোনের অভিযানে চোরাই পথে পাচারকালে ৫টি ভারতীয় মহিষ আটক করে বিজিবি।

গতকাল শুক্রবার (১৪ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৬টার সময় মহিষ নিয়ে বগাচতর ইউনিয়নের শিবারেগা থেকে বৈরাগী বাজার যাওয়ার পথে রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) অধীনস্থ রাঙ্গীপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. দেলোয়ার হোসেন টহল করার সময় দেখতে পান কিছু সংখ্যক ভারতীয় মহিষ পাচার হচ্ছে।

অত্র অঞ্চলে স্থানীয়ভাবে কোথাও মহিষ পালন বা ক্রয় বিক্রয় করা হয়না বিধায় মহিষের সাথে থাকা ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে, জনৈক সুনীল চাকমা ও বিদ্যুৎ জ্যোতি চাকমা মহিষগুলো অবৈধভাবে ভারত থেকে নিয়ে এসেছে এবং কয়েক হাত ঘুরে গত ১৪ জুলাই মহিষগুলো জনৈক ইসমাইলের কাছ হতে নিম্নোক্ত ব্যক্তিবর্গ খরিদ করেছে।

হাবিলদার দেলোয়ার হোসেন সমগ্র ঘটনা রাজনগর জোন সদরে জানালে ৩৭ বিজিবির ভারপ্রাপ্ত অ্যাডজুটান্ট ক্যাপ্টেন মো. রসুল আমিনের নেতৃত্বে বিজিবি-পুলিশ সমন্বয়ে একটি টাস্কফোর্স দল শিবেরআগা বাজারে গমন করত: মহিষগুলো আটক করে।

পরবর্তীকালে আটককৃত ৫টি মহিষ রাজনগর জোনে নিয়ে আসা হয়। মহিষ ক্রেতা- মো. জিলানী (৪৩), মো. আবুল বাশার (৪২), মো. মফিজুল ইসলাম (৪৫), মো. ফারুক হোসেন (৫২), সকলের গ্রাম-ছোটলোহা কাঠবাগান, পোষ্ট-মাইনীমুখ, থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটি।

মহিষ ক্রেতাদের সকলে গরু ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা যায় বিজিবি। তাদের মুচলেকা নিয়ে ৩নং গুলশাখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জোন কমান্ডার লে. কর্নেল শাহ মো. শাকিল আলম বলেন, দেশীয় খামারিদের রক্ষায় ভারতীয় মহিষ চোরাচালান বিরোধী বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।তিনি বলেন আটককৃত মহিষগুলো শুল্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত ০৫টি ভারতীয় মহিষের আনুমানিক বাজার মূল্য আট লাখ ৮০ হাজার টাকা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড