• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা : খালু গ্রেফতার

  মানিকগঞ্জ প্রতিনিধি

২৪ অক্টোবর ২০১৮, ১৯:০০
ধর্ষণ মামলার আসামি
মানিকগঞ্জে ধর্ষণ মামলার আসামি শাহাদাত (ছবি : দৈনিক অধিকার)

মানিকগঞ্জের দৌলতপুরে ৪র্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পরে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে খালু শাহাদাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে ধামরাইয়ের বাথুলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘাতক খালু শাহাদাতকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দৌলতপুর থানার এসআই আবু জাফর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে ধামরাইয়ের বাথুলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘাতক খালু শাহাদাতকে গ্রেফতার করে বুধবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কোর্টে পাঠানো হয়। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় শাহাদাৎ আখিকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে হত্যা করার বিষয়টি স্বীকার করেছে ঘাতক খালু।

উল্লেখ্য, দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামে গভীর নলকূপের পরিত্যক্ত ঘর থেকে শনিবার (২০ অক্টোবর) রাতে আখির আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়। আখির বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে।

আঁখির জন্মের পূর্বেই তার বাবা আবুল হোসেন মারা যান। এরপর থেকে মা সেলিনা বেগমের সঙ্গে নানাবাড়ি সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামে থাকতেন। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। সেলিনা তার ২ বোনের সঙ্গে সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানেই একটি ভাড়া বাসায় থাকতেন। কয়েক দিন আগে আঁখিকে নিজের কাছে এনে রেখেছিলেন সেলিনা।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে দিঘুলিয়ার উদ্দেশে আঁখিকে তার খালু শাহাদৎ হেমায়েতপুর থেকে তাকে বাসে তুলে দেন। এরপর থেকে সে নিখোঁজ ছিল। দৌলতপুরে কিশোরীর লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে এসে আঁখিকে শনাক্ত করেন।

এঘটনায় দৌলতপুর থানার এসআই আবু জাফর বাদী হয়ে মামলা দায়ের করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড