• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদ রাজপথে মুক্তিযোদ্ধারা 

  মো. হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা)

২১ জুন ২০২৩, ১৪:৩২
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদ রাজপথে মুক্তিযোদ্ধারা 

চট্টগ্রাম নগরীর জামাল খাঁনের মোড়ে গত ১৪ জুন একটি বিদ্যালয়ে দেয়ালজুড়ে থাকা জাতীর পিতা বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত ম্যুরাল ভাঙচুর করেন বিএনপি, যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা। এর প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জ সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজের নেতৃত্বে একটি প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। আজ বুধবার সকাল দশটায় উপজেলা মিলনায়তনে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. মোকলেছুর রহমান মজুমদার, মো. শহিদ মিয়া, মোতাহার হোসেন চৌধুরী, এ বি এম মুক্তার হোসেনসহ অনেকে।

সমাবেশ শেষে সকল মুক্তিযোদ্ধারা সম্মিলিত হয়ে ন্যায় বিচার দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের কাছে স্মারকলিপি প্রদান করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড