• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর কত হত্যা, আর কত নির্যাতন? 

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সোচ্চার পটুয়াখালীর গণমাধ্যম কর্মীরা

  রিপন দাস, পটুয়াখালী

১৮ জুন ২০২৩, ১৬:০০
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সোচ্চার পটুয়াখালীর গণমাধ্যম কর্মীরা

ন্যায় ও সত্য সংবাদ প্রকাশে ৭১ টিভি ও বাংলা নিউজ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে অংশ নেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

মানববন্ধনে বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথী পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন, দৈনিক ভোরের আকাশ জেলা প্রতিনিধি জলিলুর রহমান সোহেল, বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি রিপন দাস, চ্যানেল ২৪ এম কে রানা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, এসএ টিভির জহিরুল ইসলাম, আনন্দ টিভির নাজিমউদ্দীন, ডিবিসি টিভির মহিবুল্লাহ্ চৌধুরী, এশিয়ান টিভির প্রতিনিধি বাদল হোসেন, বাংলাদেশের আলো পত্রিকার নিয়াজ মোর্শেদ, ঢাকার ডাক রফিকুল ইসলাম, স্বাধীন বাংলা দুলাল কৃ নন্দী, দৈনিক আজকের পত্রিকার মীর মহিবুল্লাহ্ প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিকরা বক্তব্যে বলেন- সাংবাদিক নাদিম হত্যার বিচারকার্যটি সাগর-রুনির মতো দেখতে চাই না। দ্রুত সময়ের মাঝে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ নির্মম ওই হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ সময় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি কলি হাসানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড