• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাতীবান্ধায় বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০

  সুমন খান (লালমনিরহাট)

১৮ জুন ২০২৩, ১১:৫২
হাতীবান্ধায় বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির সাথে ছাত্রলীগের ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বুড়িরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই সংঘর্ষে উভয় দলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় একটি দোয়া অনুষ্ঠান শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অপর একটি অনুষ্ঠানে নেতাকর্মীদের সাথে নিয়ে যাচ্ছিলেন। একই পথে যাচ্ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরাও।

এতে দুই দলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা-ধাওয়া পরে সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় দলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জন্য বিএনপি ও ছাত্রলীগ একে অপরকে দায়ী করেছে।

এ ব্যাপারে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আ. রহমান রিপন বলেন, বিএনপি নেতা ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ভেলাগুড়িতে একটি প্রোগ্রামে আসেন। প্রোগ্রাম শেষ করে তারা দলবল দিয়ে রাস্তার আমাদের নেত্রীকে নিয়ে কটূক্তিমূলক শ্লোগান দেন এবং বাজে মন্তব্য করে গালিগালাজ করছিল। পথিমধ্যে ছাত্রলীগের কর্মীরা প্রতিবাদ করলে এতে সংঘর্ষে রূপ নেয়। এত ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী আহত হয়। তবে রাতেই জরুরিভাবে মিটিং ডাকানো হয়েছে। মিটিং শেষে মামলার সিদ্ধান্ত নেব।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন বলেন, আমরা বিএনপি নেতার কবর জিয়ারত করতে গেলে আওয়ামী লীগ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এখন পর্যন্ত কোনো পক্ষ কোনো অভিযোগ দায়ের করেননি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড