• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশিপুরে আবারও শুরু অবৈধভাবে বালু উত্তোলন

  সোহেল রানা, সিরাজগঞ্জ

১৬ জুন ২০২৩, ১৭:১৯
কাশিপুরে আবারও শুরু অবৈধভাবে বালু উত্তোলন

প্রশাসনকে ম্যানেজ করে শাহজাদপুর উপজেলার কাশিপুরে শুরু হয়েছে অবৈধভাবে বালু উত্তোলন। সংবাদ প্রকাশের ১৫ দিন পর অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ থাকলে গত ৩ দিন যাবত বালু উত্তোলন করা হচ্ছে।

প্রশাসনের দাবি, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার কামনা গ্রুপ জিও ব্যাগে বালুভর্তি করার জন্য নদী থেকে কামনা গ্রুপ এর শ্যালো মেশিন চালিত ট্যাংকি নৌকা দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগের কাজ ১২ জুন শেষ হয়েছে। ১৩ জুন থেকে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র পুত্র বিএনপি নেতা সজীব ও পৌরজনা ইউনিয়নের আনিছের নেতৃত্বে গালা ইউনিয়নের কাশিপুর মৌজার মারজান ফকির গ্রামের যমুনার পূর্বপাড় থেকে অনামিকা, তায়িম ও আন্নাফী লোড ড্রেজার বসিয়ে ভাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রায় ২০ ভাল্কহেডে মাধ্যমে অবৈধ বালু চলে যাচ্ছে মানিকগঞ্জ, আরিচা, চাঁদপুরে বিভিন্ন পয়েন্টে।

তথ্যানুসন্ধানে জানা যায়, শাহজাদপুর উপজেলার কাশিপুর মৌজায় নেই কোনো সরকারি ইজারা। তবু দেদারছে ৩টি ড্রেজার দিয়ে দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন চলছে। একদিকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, অন্যদিকে শাহজাদপুরের যমুনা নদীর তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন।

বালু উত্তোলনের ফলে গত কয়েক দিনে শাহজাদপুরের বেনুটিয়া, কাশিপুর, ব্রাহ্মনগ্রাম, আরকান্দি, বাঐখোলা এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। ভাঙ্গনের মুখে অনেকে সরিয়ে নিচ্ছে বসতঘর।

গত ২২ মে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল ও গণমাধ্যমে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সংবাদ প্রচারিত হওয়া শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দেন।

সরেজমিনে জানা যায়, শাহজাদপুর উপজেলার যমুনা নদীতে সরকারিভাবে কোনো বালু মহল ইজারা না হওয়া স্বত্বেও কিছু চিহ্নিত বালু দস্যু সাবেক মেয়র পুত্র সজীব, আনিছ, মান্নান, হীরক, নাসিরগং ড্রেজার বসিয়ে ভাল্কহেডের মাধ্যমে দিনে ও রাতে কাশিপুর মৌজার মারজান ফকিরপাড়া গ্রামের যমুনা নদীর পূর্বপাড়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।

অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে বেনুটিয়া ও কাশিপুর গ্রামের ফসলী জমি, বসতবাড়ি, স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, পাকা রাস্তা ও সরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হতে চলেছে। অবৈধভাবে বালু উত্তোলন চলমান থাকলে এলাকাবাসী সর্বস্বান্ত হয়ে পথে বসিবে।

অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে বালু উত্তোলনকারী আনিছকে প্রশ্ন করা হলে, তিনি শাহজাদপুরে চা খাওয়ার দাওয়াত দেন। এই বলে মোবাইল ফোন কেটে দেন।

শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান বলেন, শাহজাদপুরের যমুনা নদীতে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। অভিযোগের আলোকে কাশিপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করেছি। আবারও যদি অবৈধভাবে বালু উত্তোলন করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন জানান, মে মাসের শেষের দিকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়েছিল। আবারও যদি বালু উত্তোলন শুরু করলে বালুখেকোদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড