• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে মারা যাওয়া ইউএনও চির নিদ্রায় শায়িত

  মো. আবুবকর মিল্টন, বাউফল (পটুয়াখালী)

১৩ জুন ২০২৩, ১১:০১
ভারতে মারা যাওয়া ইউএনও চির নিদ্রায় শায়িত

পটুয়াখালীর বাউফল উপজেলার ইউএনও মো. আল আমিন (৩৭) ভারতে ট্রেনিং চলাকালীন মারা গেছেন। তরুণ এই ইউএনও গত ৬ জুন ট্রেনিংয়ের জন্য ভারত যান। এরপর গেল রবিবার (১১ জুন) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টার দিকে তিনি দেশটির উত্তরখণ্ড প্রদেশের মিশৌরিতে ট্রেনিং অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত আল আমিন ২০২১ সালের ৩১ অক্টোবর বাউফলে যোগদান করেন। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, বাউফলের ইউএনও ভারতে ট্রেনিংয়ে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। গতকাল সোমবার (১২ জুন) সকাল সারে আটটায় তার মরদেহ ভারত থেকে বিমান যোগে দেশে পৌঁছায়। এরপর সেখান থেকে হেলিকপ্টরযোগে বাউফলে নিয়ে আসা হয়। পরে সকাল সাড়ে ১১টায় বাউফল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায় মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই জানাজায় সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারে, জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম, পুলিশ সুপার সাইদুল ইসলাম ও বাউফল-দশমিনা উপজেলা প্রশাসন সহ বাউফলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইউএনওর বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে। তার বাবার নাম মুক্তিযোদ্ধা হাসেম মাস্টার। তিনি দুই যমজ শিশু কন্যা সন্তানের জনক। তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে অফিস পাড়ায় শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী বুশলা ইসলাম স্বামীর মৃত্যুর সংবাদ পাওয়ার কিছু সময় পর দুই সন্তান নিয়ে বাউফলে সরকারী বাসভবন থেকে আমতলী উপজেলায় গ্রামের বাড়ি চলে যান। উল্লেখ্য, ইউএনও আল আমিন ভারতের উত্তরখণ্ড প্রদেশের মুশৌরীতে মিড ক্যারিয়ার প্রশিক্ষণের জন্য অবস্থান করছিলেন। গেল শনিবার গভীর রাতে ফুড পয়জনিং হয়ে অসুস্থ হয়ে পরলে রবিবার সকাল সাড়ে ১২টার দিকে মারা যান তিনি। আল-আমিন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের ক্যাডার ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড