• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেতাকর্মীদের পাল্টাপাল্টি সভা 

পুলিশি নিরাপত্তায় ৬ দফার সভা করল আ. লীগ

  তন্ময় সাহা, রায়পুরা (নরসিংদী)

০৮ জুন ২০২৩, ১৪:২৭
পুলিশি নিরাপত্তায় ৬ দফার সভা করল আ. লীগ

নরসিংদীর রায়পুরায় ঐতিহাসিক ৬ দফা দিবস ও বিএনপি জামায়েত জোট সরকারের নৈরাজ্যের প্রতিবাদে একই স্থানে পাল্টাপাল্টি আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খবর পেয়ে দুটি পক্ষকেই সেই স্থানে সভা কার্যক্রম স্থগিত ও পৃথক স্থানে সভা কার্যক্রম চালানোর জন্য নির্দেশ দেন।

জানা গেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেব বাজার মাঠে কেন্দ্রীয় আ. লীগ নেতা রিয়াদ আহমেদ সরকারের লোকজন ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।

অন্য দিকে একই স্থানে স্থানীয় সাংসদ সমর্থিত ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়েজ উদ্দিন মেম্বার বিএনপি জামায়েত জোট সরকারের নৈরাজ্যের প্রতিবাদে সভা ডাকে। পরে খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম উভয় পক্ষকেই উক্ত স্থান থেকে সভা কার্যক্রম সরিয়ে পৃথক স্থানে সভা কার্যক্রম চালানোর নির্দেশ দেন।

পরবর্তীকালে পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে বুধবার (৭ জুন) বিকালে উপজেলার রাধানগর ইউনিয়নের গোলাম মাওলা (রহঃ) সাহেবের মাজারের মাঠে ঐতিহাসিক ৬ দফা দিবসটি পালন করেন রাধানগর ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগ।

শুরুতেই সভার কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার। পরে রাধানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি মো. নূরুন ইসলামের সভাপতিত্বে ও রাধানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আ. লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু, জেলা পরিষদের সদস্য রাজিব আহমেদ, মরজাল ইউনিয়ন আ. লীগের সভাপতি সানজিদা সুলতানা নাছিমা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, রায়পুরা পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি পায়েল প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সানজিদা সুলতানা নাছিমা স্থানীয় এমপির উপর অভিযোগ দিয়ে বলেন, আপনি রিয়াদ আহমেদ সরকারকে বাচ্চা বলেন; তাহলে এ বাচ্চার আয়োজিত সভা কেন আপনি আপনার লোকজন দ্বারা পণ্ড করলেন…! আপনি সভা পুরোপুরি পণ্ড করতে পারেন নাই। আমরা সভা করেছি। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা আওয়ামী লীগ, আমরা কোন রাজু লীগ নই।

অনুষ্ঠানটির উদ্বোধক রিয়াদ আহমেদ সরকার বলেন, আওয়ামী লীগ সরকার দেশের জন্য অনেক কাজ করেছেন। সম্প্রতি বিদ্যুৎ নিয়ে যে সমস্যাটি দেখা দিয়েছে তা অচিরেই সমাধান হয়ে যাবে। কাজ করার জন্য সরকারকে সময় দিতে হবে। আপনারা আসছে নির্বাচনে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে বিজয়ী করেন কথা দিচ্ছি আমরা আপনাদের স্মার্ট বাংলাদেশ উপহার দিবো।

সর্বশেষ সভার প্রধান অতিথি আফজাল হোসাইন বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকার ১৫ বছরে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি দেশে এমন স্থান কেউ দেখাতে পারবে না। আমাদের জেলায়ও উন্নয়ন কম হয়নি, তবে জেলার অন্যান্য উপজেলা শিবপুর, বেলাবো, মনোহরদীর তুলনায় রায়পুরাতে একটু কমই উন্নয়ন হয়েছে।

তিনি আরও বলেন, যাদের ইমানি শক্তি নাই, যারা দুর্নীতিবাজ, যারা জনগণের মঙ্গল চায় না, আওয়ামী লীগের মঙ্গল চায় না, তারায় আওয়ামী লীগের সভা পণ্ড করার মতো কাণ্ড করতে পারে। যারা আজকের সভা পণ্ড করার জন্য ষড়যন্ত্র করেছে তারা তো ৬ দফা বুঝেই না। তারা বুঝে এক দফা। তাদেরকে সংগঠনে রাখা যাবে না। তাদের বিরুদ্ধে আমি দ্রুতই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। পরে ঐতিহাসিক ৬ দফা দিবসের তাৎপর্য তুলে ধরে জনগণকে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এ ব্যাপারে জানতে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম তপনের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তৃণমূল আওয়ামী লীগের নামে কোনো সংগঠনের নিবন্ধন আছে কি-না আমার জানা নেই। ইউনিয়ন আ. লীগের সভাপতি, সাধারণ সম্পাদককে রেখে কীভাবে তৃনমূল আ. লীগ মিটিং করে...? এটা আসলে এলাকায় শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার জন্য এলাকার কিছু বিপথগামী লোকজন দফার ব্যানারে কর্মীসভার আয়োজন করে এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চেয়েছিল। আমি সেটি নিয়ন্ত্রণ করেছি। আমি খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে অবগত করলে তিনি দুপক্ষকেই ডেকে অন্যত্র মিটিং করার জন্য নির্দেশ দেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, দুই পক্ষ পাল্টাপাল্টি সভা ডাকে। পরে আমরা দুই পক্ষের সাথে আলোচনা করে পৃথক স্থানে সভা কার্যক্রম পরিচালনার জন্য বলি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড