• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুলিবিদ্ধ হওয়ার তিনমাস পর উপজেলা চেয়ারম্যান মৃত্যু 

  নাসিম আজাদ, স্টাফ রিপোর্টার (নরসিংদী)

০১ জুন ২০২৩, ১২:৩৭
গুলিবিদ্ধ হওয়ার তিনমাস পর উপজেলা চেয়ারম্যান মৃত্যু 
হারুনুর রশীদ খান (ফাইল ছবি)

নরসিংদীতে সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার তিনমাস পর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল বুধবার (৩১ মে) বিকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। এদিন সন্ধ্যায় শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মুহসিন নাজির সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ভোরে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়িতে ঢুকে হারুনুর রশীদ খানকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। এই গুলির ঘটনায় তিনি তিন মাস যাবত চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে। শিবপুর উপজেলার সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড