• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুরগির খোপ লাগাতে গিয়ে সাপের কামড়ে শিক্ষিকার মৃত্যু

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

২১ মে ২০২৩, ১২:১৭
মুরগির খোপ লাগাতে গিয়ে সাপের কামড়ে শিক্ষিকার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে সাপের কামড়ে নাসরিন সোলতানা (৩৩) নামে পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার সময় বাহরচরা ইউপির চাপাছড়ি গ্রামের নিজ বাড়ীতে মুরগির খোপ বন্ধ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত নাসরিন সোলতানা ওই এলাকার চাপাছড়ি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী চৌধুরী বাড়ির মো. নুরুল আমিনের স্ত্রী।

নিহত নাসরিন সোলতানার স্বামী মো. নুরুল আমিনের সাথে কথা হলে তিনি বলেছেন, আমাদের বাড়িতে মুরগির ছোট একটা ঘর (খোপ) আছে। সন্ধ্যায় সেটা বন্ধ করতে যায় আমার স্ত্রী। সেখানে আগে থেকে সাপ উঁৎপেতে ছিল তা তিনি দেখেননি।

তিনি আরও বলেন, সাপ তার বাম পায়ে কামড় দিলে সে চিৎকার দেয়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত চমেক নিয়ে যাই। সাড়ে ৮ টায় চমেক পৌঁছালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, নিহত নাসরিন সোলতানা ও তার স্বামী মো. নুরুল আমিন তারা দুজনই পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাদের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড