• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিককে মারধরের প্রতিবাদে রাজপথে সহকর্মীরা

  মো. আবুবকর মিল্টন, বাউফল (পটুয়াখালী)

২০ মে ২০২৩, ১৪:৫৯
সাংবাদিককে মারধরের প্রতিবাদে রাজপথে সহকর্মীরা

পটুয়াখালীর বাউফলে সাংবাদিক রাশিদুল ইসলাম ইজাজের উপর হামলার প্রতিবাদ ও প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

গতকাল শুক্রবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলার হাসপাতাল রোডস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জিএম মশিউর রহমান মিলন, সাংবাদিক শিবলী সাদেক, অরিফুর রহমান, বিমল চন্দ্র, সবুজ সরকার, জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, মিশু শিকদার, বাউফল প্রেসক্লাবের সদস্য মো ফিরোজ, রাজনৈতিক ব্যক্তিত্ব শ্যামুয়েল আহম্মেদ লেলিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- সাংবাদিক ইজাজের উপর হামলা পুরো সাংবাদিক সমাজের উপর হামলার সামিল। হামলাকারী মো. আবদুল আজিজকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। খুব দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন তারা।

এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

অভিযুক্ত আবদুল আজিজ পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বাউফল থানার অফিসার ইন চার্জ (ওসি) এ.টি.এম আরিচুল হক বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। খুব শিগ্রই প্রধান আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড