• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হিরোইন পাচারের মামলায় আসামির যাবজ্জীবন

  আনোয়ার পারভেজ, নাটোর

১৮ মে ২০২৩, ১৬:৫২
হিরোইন পাচারের মামলায় আসামির যাবজ্জীবন
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি (ফাইল ছবি)

নাটোরে হিরোইন পাচার মামলায় আজ বৃহস্পতিবার একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। নাটোরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান এই রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিব (৪৪) চাঁপাইনবাবগঞ্জ সদরের শুকনাপাড়ার মৃত নূর মোহাম্মেদর ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১১ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গুরুদাসপুর থানা পুলিশ বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনে তল্লাশি চালায়।

এ সময় ৭৪ গ্রাম হিরোইনসহ দণ্ডপ্রাপ্ত মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিবকে আটক করে। পরে গুরুদাসপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বৃহস্পতিবার তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে।

উল্লেখ্য, রায় ঘোষণার সময় আসামি আদালতেই উপস্থিত ছিলেন। তার হাজত বাসের দিন গুলো যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড