• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে জামাতা নিখোঁজ

সন্ধান চায় পরিবার

  সাইফুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ)

১৮ মে ২০২৩, ১৫:৪৯
শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে জামাতা নিখোঁজ
নিখোঁজ উপজাতি যুবক ফিলিপ মার্ডী (ফাইল ছবি)

নওগাঁর ধামইরহাটে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে কিছুদিন অবস্থানের পর হঠাৎ নিখোঁজ হয়েছেন জামাতা। ধামইরহাট উপজেলা ও পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চকযদু গ্রাম থেকে এই ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মৃত ভানু মার্ডীর ছেলে ফিলিপ মার্ডী তার শ্বশুরবাড়ি ধামইরহাট পৌর এলাকার দক্ষিণ চকযদু (মাহালীপাড়া) গ্রামে আসে। এই গ্রামের গাহানু হাসদার মেয়ে বাসন্তী হাসদার সাথে বিয়েও হয়েছিল উপজাতি যুবক ফিলিপ মার্ডীর।

সেই সুবাদে চলতি মে মাসের ১ম সপ্তাহে বেড়াতেও আসে এবং কিছুদিন থেকে ১৩ মে বিকালে বাজারে গিয়ে আর বাড়ি ফিরেনি। এ ঘটনায় শ্বশুরবাড়ির থেকে বাসন্তীর বড় ভাই খোকন হাসদা গতকাল বুধবার ১৭ মে ধামইরহাট থানায় ডিজি. করেছেন, জি.ডি নম্বর-৭৯৪।

পারিবারিকভাবে জানা যায়, নিখোঁজ ফিলিপ মার্ডী অনেকটা মানসিক ভারসাম্যহীন, কোথায় কখন কোন রাস্তা দিয়ে যায় সব সময় তা মনে রাখতে পারে না। তার সন্ধান কেউ পেলে পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য সবাইকে অনুরোধ করেছেন বোনের স্বামীর সন্ধান প্রার্থী খোকন হাসদা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড