• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কলেজছাত্রীর দিকে প্রধান শিক্ষকের কুনজরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

  মনিরুজ্জামান, নরসিংদী

১৭ মে ২০২৩, ১২:২৮
কলেজছাত্রীর দিকে প্রধান শিক্ষকের কুনজরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নরসিংদীর বেলাবোতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক কলেজ পড়ুয়া তার স্কুলের এক সাবেক ছাত্রীকে খালি বাসায় ডেকে নিয়ে শ্লীলতাহানি চেষ্টার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার (১৬ মে) দুপুরে বেলাবো উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্টান্ড এলাকায় এ. এন. এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা-বেলাবো সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, উপজেলার খামারের চর এ. এন. এম উচ্চ বিদ্যালয়ের বিবাহিত প্রধান শিক্ষক মুক্তার হোসেন ওই স্কুলের এক সাবেক ছাত্রী ও বর্তমানে কলেজ পড়ুয়া ছাত্রীকে দাওয়াতে নিয়ে যাবার কথা বলে তার খালি বাসায় ডেকে নেন। পরে সেখানে ওই ছাত্রীর নামে ফ্ল্যাটবাড়ি লিখে দেয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে অশালীন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন।

গোপনে মোবাইল ফোনে এই ঘটনার অডিয়ো রেকর্ড করে রাখেন ওই ছাত্রী। প্রধান শিক্ষক মুক্তার হোসেনের এসব অশোভন ঘটনা ম্যাসেঞ্জারে অন্যদের জানানোর স্ক্রীনসটসহ সোমবার (১৫ মে) রাতে প্রধান শিক্ষকের ছবিসহ ওই অডিয়ো রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়ার পর এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেন এ. এন. এম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী। বিক্ষুব্ধরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা-বেলাবো সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ ও বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এ সময় বিক্ষোভকারীদের ঘটনার তদন্ত করে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা-বেলাবো সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, এই ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অডিয়ো রেকর্ড ফাঁস হওয়ার পর তা ভাইরাল হলে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা জান্নাত তাহেরা বলেন, চলমান এসএসসি পরীক্ষা শেষ হলে ঘটনাটি তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ সরিয়ে নেয়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড