• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়কে ট্রাক থামিয়ে ভাঙচুর চালিয়ে শ্রীঘরে যুবক

  মো. মনোয়ার হোসেন রুবেল, ধামরাই (ঢাকা)

১৭ মে ২০২৩, ১১:৫৫
সড়কে ট্রাক থামিয়ে ভাঙচুর চালিয়ে শ্রীঘরে যুবক

ঢাকার ধামরাইয়ের সড়কে থামিয়ে ট্রাক ভাঙচুরের ঘটনায় মো. শাহীনুর ইসলাম (৩৭) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৬ মে) রাতে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের পারুহালা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে রবিবার রাতে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের পারুহালা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার রাতে ট্রাকটি ভাড়া নেওয়া ভুক্তভোগী সুমন মিয়া বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা (নং- ৩৫) দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামি শাহীনুর ইসলাম ওই এলাকার শহর আলীর ছেলে। অন্য আসামিরা হলেন- সামিউল ইসলাম স্বপন (৪২), সাইফুল ইসলাম (৪০), আব্দুল আলীমসহ (৩৫) অজ্ঞাত আরও ৩-৪ জন। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, রবিবার রাতে ট্রাক নিয়ে বাড়ি ফেরার সময় পূর্ব শত্রুতার জেরে ট্রাকটিকে গতিরোধ করে শাহীনুরসহ ৭-৮ জন। তারা ট্রাকটিতে ভাংচুর চালায় ও ভুক্তভোগীর কাছ থেকে ৭০,০০০ টাকা ছিনিয়ে নেয়।

এ সময় ভুক্তভোগীকে ও ট্রাকের চালককে লাঠিসোটা দিয়ে মারধরও করে তারা। এতে দুজনের শরীরে নীলাফুলা জখম হয়। পরে ভুক্তভোগীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পরবর্তীকালে আরও মারধরের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার উপ পরিদর্শক (এসআই) ফয়েজ উদ্দিন বলেন, ওই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড