• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রাম সনাকের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু

  হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

১২ মে ২০২৩, ১২:৪২
কুড়িগ্রাম সনাকের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু
কুড়িগ্রাম জেলা সনাকের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু (ফাইল ছবি)

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সনাক কুড়িগ্রামের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এটিএম এনামুল হক চৌধুরী চাঁদের অসুস্থ্যজনিত অবস্থায় মৃত্যুর পর সনাক জেলা কমিটির সভাপতি নির্বাচিত হলেন- বিশিষ্ট সাংবাদিক, সমাজকর্মী ও আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবীব নীলু।

গত বুধবার সন্ধ্যায় সনাক জেলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট আহসান হাবীব নীলুকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

কুড়িগ্রাম শহরের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন সচেতন নাগরিক কমিটি সনাকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিনিয়র সহ সভাপতি প্রতিমা চৌধুরীর সভাপতিত্বে এই সিদ্ধান্ত হয়। প্রতিমা চৌধুরী নিজেই অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর নাম প্রস্তাব করলে সকলে তাকে উপস্থিত সকলেই সমর্থন জানান। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সকলের সমর্থনে তিনি প্রথমবারের মতো সভাপতি হলেন।

এর আগে একাধিকবার তিনি সহ সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। এই বিশিষ্ট সাংবাদিক দৈনিক যুগান্তর, বাংলাদেশ টেলিভিশন ও বিডি নিউজ ২৪ ডটকমের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। একাধিকবার তিনি কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। তার এই পদে যোগদানের ফলে কুড়িগ্রাম সনাক আরও গতিশীল হবে বলে বিশিষ্টজনরা মতামত ব্যক্ত করেছেন।

এ সময় তাকে শুভেচ্ছা জানান সনাকের সাবেক সভাপতি ও বিশিষ্টজন একেএম সামিউল হক নান্টু, সাবেক সভাপতি ও জেলা মহিলা পরিষদের সভাপতি বেগম রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড