• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হরিরামপুরে এক রাতে চার দোকানে চুরি

  শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ)

১০ মে ২০২৩, ১৬:৪৫
হরিরামপুরে এক রাতে চার দোকানে চুরি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সবচেয়ে বড় বাজার ঝিটকায় একরাতে চার দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আজ বুধবার (১০ মে) দিবাগত রাতে বাজারের বিভিন্ন স্থানের দোকানে এসব চুরির ঘটনা ঘটেছে।

এতে নিখিল স্টোর থেকে প্রায় ১৮ হাজার টাকার এলাচ, সাত হাজার টাকার সিগারেট, নগদ তিন হাজার পাঁচশ টাকা ও পাঁচ হাজার টাকা মূল্যের একটি গণেশ পিতলের মূর্তি এবং রঞ্জিত দত্ত স্টোর থেকে আট হাজার টাকার সিগারেট ও নগদ আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এছাড়াও একই সময়ে ঝিটকা বাজারের দ্বীপ জুয়েলার্স ও বাবু রাইস এজেন্সির টিনের বেড়া কেটে প্রবেশ করেছিলো কিন্তু লোহার সিন্দুকে স্বর্ণ ও টাকা সংরক্ষিত ছিল বিধায় কোন কিছু চুরি হয়নি।

ঝিটকা বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, আশঙ্কাজনক হারে দোকানে চুরির ঘটনা বেড়েছে। তারা পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের কাছে নৈশ প্রহরীর টহল বাড়ানোর দাবি জানান।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, চুরি হওয়া অর্থ ও মালামালের পরিমাণ অল্প হলেও দোকানে চুরির বিষয়টি দুঃখজনক। চোর চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যেই চোর চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড