• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙামাটিতে নানা আচার-অনুষ্ঠানে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত

  এম.কামাল উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার (রাঙামাটি)

০৪ মে ২০২৩, ১৭:৪৫
বুদ্ধপূর্ণিমা

বৃহস্পতিবার মঙ্গল শোভাযাত্রাসহ দিনব্যাপী ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটিতে উদযাপিত হয়েছে শুভ বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষ্যে বাংলাদেশের প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান রাজবন বিহারসহ প্রতিটি বৌদ্ধ বিহারে ব্যাপক কর্মসূচি পালিত হয়।

পবিত্র বৈশাখী পূর্নিমা তিথিতে বৌদ্ধধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধের বা রাজকুমার সিদ্ধার্থের জন্মলাভ, বুদ্ধত্ব বা বোধিলাভ এবং মহাপরিনির্বাণলাভ (মহাপ্রয়ান)- এ ত্রিস্মৃতিবিজড়িত দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঘটনাবহুল। দিনটি যেমন খুশির ও গৌরবের, তেমনি শোকের।

দিবসটি উপলক্ষ্যে রাঙামাটির বৌদ্ধ বিহারগুলোতে সকাল থেকে বুদ্ধমূর্তি , প্রাতঃরাশ, বুদ্ধপূজা, পিন্ডদান, সংঘদান, অষ্টপরিস্কারদান, বুদ্ধমূর্তিদান, হাজারবাতি দান, পঞ্চশীল প্রার্থনা, ধর্মদেশনা, আলোচনা সভা এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানো হয়েছে। অনুষ্ঠানে অগণিত পুণ্যার্থীর সমাগম ঘটে।

রাঙামাটি রাজবন বিহারে সকালে মঙ্গল শোভাযাত্রা শেষে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ানসহ নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন। পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মদেশনা দেন পরিনির্বাণগত বৌদ্ধধর্মীয় গুরু আর্যপুরুষ মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের উত্তরসুরি ও রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ অন্য বৌদ্ধ পুরোহিতরা।

এছাড়া এদিন সকালে রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গন হতে আরেকটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁঠালতলী মৈত্রী বিহারে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীসহ সরকারি শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে প্রধান ধর্মীয় আলোচক হিসাবে পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মদেশনা দেন পার্বত্য ভিক্ষুসংঘের সভাপতি ও সংঘরাম বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবির।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড