• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইভটিজিংয়ের প্রতিবাদ করা শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজপথে জনতা 

  মো. মনোয়ার হোসেন রুবেল, ধামরাই (ঢাকা)

২৬ এপ্রিল ২০২৩, ১৩:৫২
ইভটিজিংয়ের প্রতিবাদ করা শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজপথে জনতা 

ঢাকার ধামরাইয়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু আহমেদের উপর হামলাকারী সন্ত্রাসী শুকুর আলী, শামীমসহ সকলকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ড ধামরাই প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন- দেশে এমন পরিস্থিতি হয়েছে নেশাখোর বোখাইটি ছেলেদের কারণে রাস্তা-ঘাটে আমাদের মা-বোনেরা চলতে পারে না। ঘরের বাহিরে বের হলে ইভটিজিংয়ের শিকার হতে হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজু ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার উপর হামলা হয়েছে। এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু হাসান, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন, সাবেক সভাপতি মো. বাবুল হোসেন, রাজুর পিতা আব্দুল গফুরসহ অনেকে।

উল্লেখ্য, মেয়েদের উত্ত্যক্ত প্রতিবাদ করায় রাজু (২০) নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ওপর বর্বরোচিত হামলা করেছে এলাকার উত্ত্যক্তকারী চিহ্নিত মাদক কারবারিরা। ওই ছাত্রকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি ধামরাই সরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রের ওপর হামলার ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সোমবার (২৪ এপ্রিল) সকালে ওই ছাত্রের বড় ভাই সাংবাদিক বাবুল হোসেন বাদী হয়ে ধামরাই থানায় ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড