• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাফনদীতে হানা দিয়ে ইয়াবার চালানসহ পাচারকারীকে ধরল বিজিবি

  মিজানুর রহমান মিজান, টেকনাফ (কক্সবাজার)

০৯ এপ্রিল ২০২৩, ১৩:০৯
নাফনদীতে হানা দিয়ে ইয়াবার চালানসহ পাচারকারীকে ধরল বিজিবি
ইয়াবার চালানসহ আটককৃত পাচারকারী (ছবি : অধিকার)

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদীতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমের কাছে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার (৮ এপ্রিল) রাতে বিজিবির টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, শনিবার রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১০ হতে আনুমানিক ৫০০ মিটার উত্তর-পূর্ব দিকে আদমের জোড়া নামক স্থান দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে লেদা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধী টহলদল বর্ণিত স্থানে গমন করে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

তিনি আরও জানান, আনুমানিক ভোরে টহলদল ৩/৪ জন ব্যক্তিকে কর্কশিট দ্বারা তৈরিকৃত ভেলায় করে মিয়ানমার থেকে নাফ নদীর শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। এ সময় টহলদল উক্ত ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে সংঘবদ্ধ মাদক কারবারিদল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল তাদের মধ্য থেকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী নয়াপাড়া আব্দুর রহিমের ছেলে রফিক মিয়া (১৯), নামক একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। অপর মাদক কারবারিরা দ্রুত নাফ নদীতে লাফ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত মাদক কারবারির নিকট রক্ষিত একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি জানিয়েছেন, আটককৃত মাদক কারবারিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড