• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

কারখানার বিষাক্ত বর্জ্যে নদী দূষিত হওয়ায় জনতার প্রতীবাদ

  সোহেল রানা, সিরাজগঞ্জ

০৩ এপ্রিল ২০২৩, ১১:১২
কারখানার বিষাক্ত বর্জ্যে নদী দূষিত হওয়ায় জনতার প্রতীবাদ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোর ও বাঙালি নদীতে এস আর কেমিক্যাল ও মজুমদার ফুড প্রোডাক্টসের বিষাক্ত কেমিক্যাল যুক্ত বর্জ্য ফেলে দূষণ করার প্রতিবাদ ও দূষণ রোধে মানববন্ধন করেছে উপজেলার চান্দাইকোনা বাজার আদর্শ দোকান মালিক সমিতি লি.।

গতকাল রবিবার (২ এপ্রিল) সকালে চান্দাইকোনা বাজার ঢাকা-বগুড়া মহাসড়কে এই প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার এস আর কেমিক্যাল ও ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার মজুমদার ফুড প্রোডাক্টসের বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত বর্জ্য ফুলজোর নদীতে ফেলার কারণে নদীর মাছ বিলীন হয়ে যাচ্ছে। যে নদীতে এলাকার হিন্দু মুসলমানরা প্রতিদিন গোসল করতো বিষাক্ত বর্জ্যরে কারণে সেটিইও এখন বন্ধ। এমনকি গবাদি পশুও নদীর পানি খেতে পারছে না।

বক্তারা বলেছিলেন, এ সময় নদীতে অনেক মাছ পাওয়া যেত। সেই মাছ খেয়ে আমরা জীবন যাপন করতাম। এখন আর সেই মাছ নেই বিষাক্ত ওই বর্জ্যের কারণে। আমরা এর পরিত্রাণ চাই।

এদিন মানববন্ধনে বক্তব্য রাখেন- রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, সহ সভাপতি ধামাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রহমত আলী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম, চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম বাবলু, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা আদর্শ বণিক সমবায় সমিতির সভাপতি ফারুক আহমেদ শিখন প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড