• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিতেন তারা 

  জে রহমান, ফরিদপুর

১৬ মার্চ ২০২৩, ১২:৩৯
পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিতেন তারা 
গ্রেফতারকৃত আসামিরা (ছবি : অধিকার)

ফরিদপুরে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলমান। সে পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত দুই প্রতারক হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নলিয়া গ্রামের মো. বাচ্চু কাজী (৩০) ও একই গ্রামের মো. আলমগীর হোসেন ওরফে কটন মিয়া (৪৬)। এ সময় তাদের কাছে থেকে চাকরি দেওয়ার কথা বলে নেওয়া দুই লাখ টাকা জব্দ করা হয়।

বুধবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম ওই দুই প্রতারককে গ্রেফতারের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ফরিদপুর ডিসি অফিসে সামনের স্টেশন রোড থেকে বাচ্চু কাজীকে ও একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন ওরফে কটন মিয়াকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি বলেন, ভাঙ্গার বালিয়াচড়া এলাকার এক যুবককে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ওই দুই প্রতারক বিভিন্ন সময়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেন। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

উল্লেখ্য, এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবির এই পুলিশ কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড