• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিমলা উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ

নৌকা সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিতের অভিযোগ

  মো. রেজোয়ান ইসলাম, নীলফামারী

১৬ মার্চ ২০২৩, ১২:২২
ডিমলা উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ
উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ (ছবি : অধিকার)

নীলফামারীর ডিমলা সদর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এএইচএম ফিরোজ, চশমার প্রতীকে স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায়, আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুর রহমান, মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মুজিব উদ্দিন।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ইউনিয়নে স্থাপিত ১৬টি কেন্দ্রের ১১৪টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট প্রদান করবেন ৩৬ হাজার তিনশত ৫৯ জন ভোটার।

এ দিকে ভোট গ্রহণের শুরুতে ভোটারদের কেন্দ্রে তেমন দেখা না গেলেও সময় বাড়ার সাথে সাথেই কেন্দ্র কেন্দ্রে বাড়ছে ভোটারদের উপস্থিতি। আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো উপস্থিতিও দেখা গেছে।

বাবুরহাট মডেল ভোট সেন্টারে ভোট গ্রহণের শুরুতেই নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী এএইচএম ফিরোজ ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে এএইচএম ফিরোজ দৈনিক অধিকারকে বলেন, ভোটাররা আসছেন। তারা ঠিক মতো ভোট দিতে পারলে আমিই জিতব। এভাবে সুষ্ঠুভাবে ভোট চললে আমার কোনো অভিযোগ থাকবে না।

ডিমলা ইসলামিয়া কলেজ কেন্দ্রে ভোট শেষে চশমা প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উৎপল কুমার সিংহ রায় দৈনিক অধিকারকে জানান, এখন পর্যন্ত (সাড়ে এগারোটা) ভোট সুষ্ঠুভাবে চলছে। তবে ভোটারদের নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম ফিরোজের সমর্থকরা প্রভাবিত করছে।

এ প্রসঙ্গে দৈনিক অধিকারকে রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, ইউপি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আনসার, পুলিশ, র্যাব সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় দৈনিক অধিকারকে বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড