• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দীর্ঘ ৩২ বছরেও পাকা হয়নি বাইপাস সড়ক 

  মো. হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা)

১১ মার্চ ২০২৩, ১৮:২৬
দীর্ঘ ৩২ বছরেও পাকা হয়নি বাইপাস সড়ক 
সড়কের বেহাল দশা (ছবি : অধিকার)

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরে মনোহরগঞ্জ বাজারে পশ্চিম পার্শ্বে ডাকাতিয়া নদী পাড় দিয়ে বাইপাস সড়ক নির্মাণ হয় মাটি ভরাট করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দীর্ঘ ৩১ বছর পরও রাস্তাটি হয়নি আজও চলাচলের উপযোগী।

সড়কটি সংস্কার (পাকাকরণ) হলে বাজারের পশ্চিম দিকে যোগাযোগর নতুন ধার উন্মুক্ত হবে।

স্থানীয় সূত্র ও সরজমিনে দেখা যায়, মনোহরগঞ্জ উপজেলা সদরে মনোহরগঞ্জ বাজারের পশ্চিমে দিক দিয়ে ৩২ বছর আগে মাটি দিয়ে এ রাস্তাটি নির্মাণ করা হয়। কিন্তু রাস্তাটি কোনো সংস্কার ও পাকা করণ না হওয়া এবং গলিগুলো সরু হওয়া প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ে হয় বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা।

মনোহরগঞ্জ বাজারে নেই কোনো বাইপাস সড়ক, স্থায়ীভাবে গরুর বাজার, অটোরিকশা স্ট্যান্ড, এসব সমস্যার কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট।

মনোহরগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি মো. ইসমাইল হোসেন জানান, মনোহরগঞ্জ বাজারের বাইপাস সড়কটি সংস্কার ও পাকা করণ কাজ একান্তই জরুরি। বিকল্প পথ থাকলে বাজারে যানজট কমে যাবে।

তিনি আরও জানান, মনোহরগঞ্জ বাজারে অনেক কিছু সংস্কার করার প্রয়োজন। স্থায়ীভাবে গরুর বাজার, অটোরিকশা স্ট্যান্ড, পানি নিষ্কাশনের জন্য ড্রেনসহ অনেক উন্নয়ন মূলক কাজ বাকী রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম কমলের নিকট জানতে চাইলে তিনি জানান, অতি শীঘ্রই কাজগুলো দৃশ্যমান হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড