• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদা না পেয়ে বিদ্যালয়ে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতার নামে মামলা

  সোহেল রানা, সিরাজগঞ্জ

০৮ মার্চ ২০২৩, ২০:০৯
চাঁদা না পেয়ে বিদ্যালয়ে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতার নামে মামলা

সিরাজগঞ্জের তাড়াশে ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে চাঁদা দাবিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ মার্চ) রাতে উপজেলার ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল বাদী হয়ে ছাত্রলীগ নেতাসহ ১২ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। মামলা নং (৭/০৭-০৩-২৩)।

মামলা সূরে জানা যায়, উপজেলার ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রোববার দুপুরে সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান চলাকালে সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের আইয়ুব মন্ডলের ছেলে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলে নেতৃত্বে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আনিস মন্ডল ও জিহাদ মন্ডলসহ ১০/১৫ জন গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মস্তোফা কামালের কাছে দুই লক্ষ টাকা চাদাঁদাবী করে।

এসময় তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ নেতা রানা মন্ডলের নির্দেশে হামলা চালিয়ে ৫০/৬০ চেয়ার,আসবাবপত্র ও মঞ্চ ভাংচুর করে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডল সব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গত রাতে থানায় মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড