• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় শ্রমিকের মরদেহ উদ্ধার

  এম.কামাল উদ্দিন,সিনিয়র স্টাফ রিপোর্টার, রাঙামাটি

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৯
কাপ্তাই হ্রদ

রাঙামাটির কাপ্তাই হ্রদের রিজার্ভ বাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় গিয়াস উদ্দিন নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৮টায় রাঙামাটি কোতয়ালী থানার পুলিশ কাপ্তাই হ্রদ থেকে তার মর দেহ উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি জানান,সকালে একটি লাশ দেখতে পেয়ে উৎসুক জনতা পুলিশকে খবর দেয়। গত ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন মৃত গিয়াস উদ্দিন। এ সময় হ্রদের তীরবর্তী এলাকায় কয়েকশত লোক জড়ো হয়। রাঙামাটির কোতয়ালী থানার পুলিশ সকাল সাড়ে ৮টায় এসে লাশটি উদ্ধার করে।

এ সময় গিয়াস উদ্দিনের পরিবারের লোকজনও হ্রদ এলাকায় উপস্থিত হয়। পরে লাশ তুললে পরিবারের লোকজন গিয়াস উদ্দিনকে সনাক্ত করে। পরিবারের লোকজন গত ৬ দিন আগে থেকে সে নিখোঁজ হয়। তাকে দুই দিন খোজাখুঁজি করার পর কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরি করি।

রাঙামাটি পৌরসভার কাউন্সিলার ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন বলেন,সকাল বেলা খবর পেয়ে আমরা হ্রদের পাড়ে গিয়ে লাশ দেখতে পাই। তাই পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ পাড়ে তোলার পরে মৃত ব্যক্তির পরিবার পরিজন লাশ সনাক্ত করে। পরিবারের ভাষ্য অনুসারে মৃত ব্যক্তির মাথায় একটু সমস্যা ছিল।

কোতয়ালী থানার এস আই ক্যা হ্লা চিং জানান, আমরা লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে রাঙামাটি হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। লাশের সুরুতহাল করে ময়না তদন্ত শেষে চুড়ান্ত রিপোর্ট আসলে বলতে পারবো কি হয়েছে। তবে তার পরিবার পুলিশকে জানান দীর্ঘ কয়েক দিন হয়ে গেছে তিনি নিখোজ।

রাঙামাটি কোতয়ালী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় হ্রদে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি কোতয়ালী থানায় প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে বুঝা যাবে আসলে বিষয়টি কি। লাশের নাম সনাক্ত করা হয়েছে। তার নাম গিয়াস উদ্দিন তার পরিবার গত ৫-৬ দিন আগে রাঙামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরি করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড