• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহানবী (সা:)-কে নিয়ে কটূক্তি করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

  মো. নুর আলম শেখ মিলন, কুষ্টিয়া সদর (কুষ্টিয়া)

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৪
মহানবী (সা:)-কে নিয়ে কটূক্তি করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ার কুমারখালীতে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে কটূক্তি করায় কয়া চাইল্ড হ্যাভেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহের (৫০) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

গত মঙ্গলবার বিভিন্ন অভিভাবকদের সামনে প্রধান শিক্ষক মহানবী (সা:)-কে কটূক্তি করায় কয়া ইউনিয়নের একই এলাকার এনামুল হক বাদী হয়ে কুমারখালী থানায় রাতে মামলা করেছেন।

এনামুল হক জানান, চাইল্ড হ্যাভেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বোরকা পরা নিষিদ্ধ ও ক্যাপ পরতে উদ্বুদ্ধ করার প্রতিবাদে মঙ্গলবার কয়েকজন অভিভাবক বিদ্যালয়ে গিয়ে আল্লাহর বিধান ও মহানবী (সা:)-এর শিক্ষা থেকে ছাত্রীদের কেন দুরে সরানো হচ্ছে প্রশ্ন করলে প্রধান শিক্ষক মহানবী (সা:) সম্বন্ধে কটূক্তি ও কোরআন সম্পর্কে বিভ্রান্তমূলক কথা বলেন। এমনকি তাদের সাথে অসদাচরণ করেন।

পরবর্তীকালে অভিভাবকরা বিষয়গুলো এলাকায় জানালে ধর্মপ্রাণ মুসলমানেরা শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও ও প্রধান শিক্ষকের বিচার দাবি করেন। একজন অভিভাবকের স্বীকারোক্তির ভিডিয়ো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি তার নজরে এলে একজন মুসলমান হিসাবে মুনাফিকের শাস্তির দাবিতে মামলা করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, মঙ্গলবার রাতেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আজ সকালে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড