• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ফেরার পথে বিএনপি নেতাদের উপর অতর্কিত হামলা

  শিমুল হাসান, নড়াইল

২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩১
শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ফেরার পথে বিএনপি নেতাদের উপর অতর্কিত হামলা

নড়াইলের লোহাগড়ায় শহীদ দিবসের অনুষ্ঠান থেকে ফেরার সময় বিএনপির নেতাকর্মীর উপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ হামলায় অন্তত ৭-৮ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

লোহাগড়া উপজেলা বিএনপি নেতা মো. টিপু সুলতান অভিযোগ করে বলেন, মহান শহীদ দিবসে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মোল্যার মাঠ) অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ফেরার সময় লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব মুসল্লির নেতৃত্বে ২০-২৫ জন ছাত্রলীগের নেতাকর্মীরা পিছন থেকে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর লাঠি নিয়ে হামলা চালায়।

এ সময় তারা বিএনপি নেতা মফিজুর রহমান, শেখ ওহিদুজ্জামান ওহিদ, লোহাগড়া পৌর শ্রমিক দলের সদস্য সচিব তাজমুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, লিমন গাজী, রিয়াজ আহমদসহ অন্তত ৭-৮ জনকে পিটিয়ে আহত করে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিএনপি নেতা মফিজুর রহমান বেশি আঘাতপ্রাপ্ত হন।

এ ব্যাপারে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব মুসল্লি জানান, অপরিচিত ছাত্রলীগের কয়েকজন কর্মী এ হামলা করেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন জানান, শহীদ মিনারের অদূরে ছাত্রলীগ এবং বিএনপির মধ্যে বাকবিতণ্ডা-হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড