• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লায় র‍্যাবের হাতে ২৯টি চোরাই গাড়িসহ ১৮ যুবক ধরা

  আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা

২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৬
কুমিল্লায় র‍্যাবের হাতে ২৯টি চোরাই গাড়িসহ ১৮ যুবক ধরা
গ্রেফতারকৃত আসামিরা (ছবি : অধিকার)

কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক গোয়েন্দা তৎপরতা হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী কুমিল্লা জেলার বেশ কয়েকটি স্পট ও গ্যারেজ গাড়ি চুরির পয়েন্ট হিসেবে পর্যবেক্ষণে রাখা হয়। এছাড়া ছায়া তদন্ত থেকে গাড়ি চোর চক্রের কয়েকটি সিন্ডিকেটের সন্ধান পায় র‍্যাব কুমিল্লার সদস্যরা। গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে পর্যবেক্ষণের আওতাধীন কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন পালপাড়া এলাকার খলিলের গ্যারেজে একটি চোরাই গাড়ি রয়েছে মর্মে তথ্য পায় র‍্যাব-১১, সিপিসি-২।

পুরো সিন্ডিকেটকে হাতে নাতে গ্রেফতারের নিমিত্তে উক্ত গ্যারেজটিকে নিবিড় পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা হয় এবং পরবর্তীকালে ১৯ ফেব্রুয়ারি রাতে সিন্ডিকেটের সদস্যরা কাটার মেশিন দিয়ে একটি কাভার্ড ভ্যান কেটে যন্ত্রপাতি আলাদা করার সময় চক্রের মূলহোতা খলিলসহ আটজনকে হাতে নাতে গ্রেফতার করে র‍্যাব-১১, সিপিসি-২।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার আড়াই ওড়া গ্রামের মৃত মনোহর আলীর ছেলে কাউসার আলী খলিল (৪৫), একই গ্রামের ওহাব কাজীর ছেলে কাইয়ুম (৪২), মুক্তার হোসেন মুসার ছেলে সাজিদ হোসেন (২০), কুমিল্লা কোতোয়ালী মডেল থানার বাটপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে নাজমুল হোসাইন রবিউল (১৯), একই থানার হাড়ং গ্রামের আলম মিয়ার ছেলে মো. আবু কাউসার (৩৫), একই থানার বদরপুর গ্রামের হোসেনের ছেলে পিয়াস (৩৩), একই থানার আড়াইওড়া গ্রামের মৃত দিদার বক্সের ছেলে জহির মিয়া (৪০) এবং একই থানার মধ্যম মাঝিগাছা গ্রামের হান্নান মিয়ার ছেলে জামশেদ হোসেন (২১)।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের নিকট হতে প্রাপ্ত মোবাইল ফোন বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ ফেব্রুয়ারি আলীম সরকার (৪৩), পিতা- লতিফ সরকার, সাং- বাগুর, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা একটি কাভার্ড ভ্যান চুরি হওয়া মর্মে র‍্যাব-১১, সিপিসি-২ বরাবর যে অভিযোগ করেন। উদ্ধারকৃত কাভার্ড ভ্যানটি তার চুরি হওয়া সেই কাভার্ড ভ্যান। এছাড়া তাদের স্বীকারোক্তিতে গাড়ি চুরির সাথে সম্পৃক্ত আরেকটি সিন্ডিকেটের বেশ কয়েকজন সদস্যের তথ্য পাওয়া যায়।

পরবর্তী সময়ে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী- গেল ১৯ ফেব্রুয়ারি রাতেই কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন চম্পকনগর, বুড়িচং থানাধীন ভারেল্লা (দক্ষিণ) ও পশ্চিম সিংহ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চক্রের মূলহোতা জাহাঙ্গীরসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার দেবিদ্বার থানার নবীয়াবাদ গ্রামের মৃত সামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম জাহাঙ্গীর (৪৫), কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার শিমরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হৃদয় হাসান (১৯), কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর গ্রামের ধনু মিয়ার ছেলে শুক্কুর আলী (২৩), কুমিল্লা জেলার বুড়িচং থানার পারোয়ারা গ্রামের শাহ আলমের ছেলে রিপন মিয়া, আব্দুল আলীম (২৭), কুমিল্লা জেলার চান্দিনা থানার শ্রীমন্তপুর গ্রামের মোহর আলীর ছেলে মো. সাইফুল (৩২), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শাহেরাবাদ গ্রামের মইনুল হোসেনের ছেলে মো. আল আমিন (২৪), কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার শাসনগাছা গ্রামের আব্দুল মালেকের ছেলে মনির মিয়া (৩৯), কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার আড়াইওড়া গ্রামের কাজী মঞ্জিলের ছেলে মজিদ (৩০), কুমিল্লা জেলার বুড়িচং থানার পাঝয়ারা গ্রামের ধনু মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩২), কুমিল্লা জেলার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের শাহজাহানের ছেলে ওমর ফারুক (২৮)।

এছাড়াও উক্ত চক্রের অন্যান্য পলাতক আসামিরা হলেন- ১। শফিক (৬০), পিতা- বসত আলী, সাং-হারং, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা; ২। কামাল (৫২), পিতা- অজ্ঞাত, সাং- আড়াইওড়া, থানা-কোতোয়ালী মডেল, জেলা-কুমিল্লা; ৩। জহিরুল (৩৬), পিতা- অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, সোহেল (৩০), পিতা- অজ্ঞাত, সাং-দেবপুর, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা, সেলিম (৩৫), সাং- আড়াইওড়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- কুমিল্লা, জালাল (৪৫), পিতা- মৃত সাত্তার, সাং- ভারেল্লা (দক্ষিণ), থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা, জামাল (৪৫), পিতা- আদু মিয়া, সাং- পশ্চিম সিংহ, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা, মনির (৪০), পিতা- অজ্ঞাত, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা, নজির (৩৬), পিতা- অজ্ঞাত, সাং- কাদুরি, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, পাবেল আহম্মেদ (৩০), পিতা- শফিকুল ইসলাম, সাং- ভানাসোয়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- কুমিল্লা।

গ্রেফতারকালে উক্ত চক্রের সদস্যদের কাছ থেকে একটি কাভার্ড ভ্যান, দুইটি মোটরসাইকেল ও ২৬টি ব্যাটারি চালিত গাড়িসহ অসংখ্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিষয়ে র‍্যাব-১১, সিপিসি-২ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড