• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিন-দুপুরে দোকানিকে গুলি করে দুর্ধর্ষ ডাকাতি

  সাইফুল ইসলাম, শরীয়তপুর

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৩
দিন-দুপুরে দোকানিকে গুলি করে দুর্ধর্ষ ডাকাতি

শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীরহাটে প্রকাশ্যে দিন-দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ৩টার সময় কাজীরহাট বাজারের পাইকারি মুদি ব্যবসায়ী মিন্টু খালাসির দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদের গুলির আঘাতে মিন্টু খালাসির মামাতো ভাই লাভলু মোল্লা (৩০) গুরুতর আহত হয়। এছাড়া ডাকাতরা মিন্টু খালাসির ‘মেসার্স সুলতান এন্ড সন্স’ নামক দোকানের ক্যাশ থেকে নগদ প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত লাভলু মোল্লাকে সাথে সাথে স্থানীয়রা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। ঘটনার ঘণ্টা খানেকের মধ্যে ঘটনাস্থলে জাজিরা থানা পুলিশ গিয়ে আলামত জব্দ করে।

দোকানদার মিন্টু খালাসি (৩০) দৈনিক অধিকারকে বলেছেন, আমি দুপুরে এনআরবি ব্যাংক থেকে দুই লক্ষ, স্থানীয় আরেকজন ব্যবসায়ী দুলাল মাদবর থেকে আনা ছয় লক্ষ এবং সারাদিনে বিক্রি করা প্রায় দুই লক্ষসহ মোট প্রায় ১০ লক্ষ টাকা ক্যাসে রেখে দোকানদারি করছিলাম।

হঠাৎ কামরুল মোল্লা (৪৫), নান্নু মোল্লা (৩৫), কালু মোল্লা (৩০), রবিন মোল্লা (২৬), জুলহাস মোল্লা (৩৫) এবং হামেদ মোল্লাসহ (৫০) সর্বমোট ১০-১২ জন ধারালো দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ এসে আমাদের উপর হামলা করে।

এ সময় গুলি করে আমার মামাতো ভাইকে আহত করে নগদ প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে চলে যায়।

স্থানীয় মিলন মোল্লা (৩৭) জানান, হঠাৎ করেই ডাকাতরা এসে মিন্টু খালাসির দোকানে আক্রমণ করে পিস্তল দিয়ে গুলি করে এবং চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় লাভলু মোল্লা আহত হয়ে যায় এবং মিন্টু খালাসি অজ্ঞান হয়ে পড়ে গেলে ডাকাতরা ক্যাশ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।

ডুবিসায়বর বন্দর কাজীরহাট কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক টেপা দৈনিক অধিকারকে বলেছেন, মিন্টু খালাসির দোকানে ডাকাতির বিষয়টি আমরা শুনেছি। প্রাথমিকভাবে আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি। প্রশাসন তাদের মত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

জাজিরা থানার পুলিশ-পরিদর্শক মো. সুজন হক দৈনিক অধিকারকে বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দোকানদার এবং স্থানীয়দের সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানি এবং আলামত জব্দ করি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দৈনিক অধিকারকে বলেন, আমরা খবর পেয়ে সাথে-সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রাথমিকভাবে হামলা ও লুটপাটের বিষয়টি নিশ্চিত হয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড