সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর থেকে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে উপজেলার বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রচাপড়ী গ্রামের যমুনা নদীতে নৌ পুলিশের অভিযান শেষে আটককৃতদের এ কারাদণ্ড দেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সোনারগাঁও উপজেলার হোসেনপুর চেলারচর গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে সেলিম (৪৭), নোয়াখালী উপজেলার পশ্চিম মহদরি গ্রামের মৃত ওয়াদুদের ছেলে আব্দুর রহিম (৪৬)।
স্থানীয় ইয়াসিন আলী জানান, সদিয়া চাঁদপুর ইউনিয়নের ইউপি সদস্য লাল মিয়া, বড়ধুল ইউনিয়নের ইউপি সদস্য জিন্নাহ মোল্লা ও সদিয়া চাঁদপুরে ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদের ভাই রহুল প্রভাব খাটিয়ে যমুনার তীর থেকে থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু তুলে ভাল্কহেড দিয়ে বিভিন্ন যায়গাতে বিক্রি করছে। এদের অত্যাচারে আমাদের বসতি জমি নদী গর্ভে চলে যাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি উপজেলার বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রচাপড়ী গ্রামে যমুনা নদী এলাকায় ড্রেজার দিয়ে কিছু দুষ্কৃতিকারীরা বালু উত্তোলন করছে। এ সময় নৌ পুলিশের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলনের অবস্থায় দুইজনকে আটক করা হয়। এরপর বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ আওতায় এনে তাদের দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলাতে ড্রেজারমুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড