• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে পৃথক সিলিন্ডার দুর্ঘটনায় নারী-শিশুর মৃত্যু

  আব্দুল মালেক, স্টাফ রিপোর্টার (গাজীপুর)

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫২
গাজীপুরে পৃথক সিলিন্ডার দুর্ঘটনায় নারী-শিশুর মৃত্যু

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় এক পুলিশ সার্জেন্টের স্ত্রী ও অপর একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর নলজানি এলাকায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ওই পুলিশ সার্জেন্টের স্ত্রীর মৃত্যু হয়েছে।

তার নাম ফারজানা হক ওরফে কচি (৩৩) তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাউঘাটা গ্রামের মো. শাহনেওয়াজের স্ত্রী। নিহতের স্বামী শাহনেওয়াজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট হিসাবে কর্মরত আছেন।

পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, গাজীপুর গাজীপুর মহানগরীর নলজানি এলাকায় প্লাটিনাম টাওয়ার নামের নয় তলা একটি ভবনের ৮ তলায় স্ত্রী ফারজানা হকে নিয়ে পুলিশ সার্জেন্ট মো. শাহনেওয়াজ বসবাস করেন। ফারজানা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রান্না ঘরে রান্নার কাজ করতে গেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

এ সময় তার শরীরের জামাকাপড়ে আগুন ধরে যায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ নেভায়। যদিও এরই মধ্যে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বাসায় তিনি ছাড়া অন্য কেউ ছিলেন না। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে রান্না ঘরে গ্যাস জমে ছিল।

তিনি যখন রান্নার জন্য চুলায় আগুন জ্বালানোর চেষ্টা করেন তখনই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

অপর দিকে বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর বাসন থানার ইটাহাটা এলাকায় একটি সোয়েটার ফ্যাক্টরির নতুন ফ্লোরের কাজ চলার সময় রাস্তার পাশে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে।

তার নাম আয়েশা সিদ্দিকা (৩), তার পিতার নাম রাশেদুল ইসলাম, তিনি একজন প্রবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের দাদা মো. সোলায়মান জানান, তিনি পরিবার নিয়ে ইটাহাটা এলাকার আবুল হোসেন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। রাস্তার পাশে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার নাতনীর মৃত্যু হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সানোয়ার জাহান জানান, গ্যাসের আগুন থেকে ওই পুলিশ সার্জেন্টের স্ত্রী ফারজানার মৃত্যু হয়েছে। অপর দিকে ইটাহাটা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড