• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, প্রধান আসামি শ্রীঘরে

  মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ)

০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৭
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, প্রধান আসামি শ্রীঘরে

মানিকগঞ্জের সিংগাইরে চাঁদা না পেয়ে মো. ইয়াসিন আলী (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা হলে মো. জামাল (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিদের ভয়ে সংশয়ে জমির মালিকসহ স্থানীয়রা।

গত ১৯ জানুয়ারি উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পশ্চিশ বাস্তা গ্রামের জামাল খান ভাণ্ডারী একই এলাকার আব্দুল লতিফের ছেলে।

অন্য অভিযুক্তরা হলেন- একই এলাকার মজিবরের ছেলে কামরুল (২৫), মৃত ফজল খানের ছেলে শরীফ (২৫), বছর উদ্দিনের ছেলে জামাল (৪০), সাত্তারের ছেলে জুলহাস (২৬), দারোগ আলীর ছেলে আনোয়ার (৪৮), আনোয়ারের ছেলে ইদ্রিস (২২) এবং ফজল মণ্ডলের ছেলে সিরাজ (৪০)। আসামিদের নাম উল্লেখ করে ৫/৬ জন অজ্ঞাতসহ সিংগাইর থানায় ভিকটিম বাদী হয়ে মামলা করেন।

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকার মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকার মো. মোতালেব হোসেন নামের জনৈক ব্যক্তি গাজিন্দা মৌজায় জমি ক্রয় করে বাড়ি করতে গেলে অভিযুক্ত স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জামাল গংরা মোটা অংকের চাঁদা দাবি করেন এবং জমি দখলে নেন।

এ বিষয়ে মধ্যস্থতা করতে ব্যবসায়ী ইয়াসিনকে বলেন অভিযুক্তরা। মধ্যস্থতা না হলে জায়গার মালিক থানায় অভিযোগ করলে ধল্লা ইউনিয়ন পরিষদের মাধ্যমে মীমাংসার জন্য শালিসি বৈঠক হয়। শালিসে জামাল গংদের কাগজ স্বত্ব না থাকায় চেয়ারম্যান মোতালেবকে জায়গা বুঝিয়ে দিয়ে প্রত্যয়নপত্র দেন।

এ সময় শালিসে ব্যবসায়ী মো. ইয়াসিন অভিযুক্তদের শাসন করলে তার উপর ক্ষুব্ধ হয়ে ১৯ জানুয়ারি সকালে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে জামাল গংরা।

স্থানীয়রা উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীকালে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

ভুক্তভোগী মো. ইয়াসিন আলী বলেন, প্রতিদিনের মতো ভোর সকালে হাটতে বের হলে ওত পেতে থেকে আমার মাথায় ধারালো চাপাতি দিয়ে আঘাত করে। জামাল ভাণ্ডারীর মোটা অংকের টাকা চাঁদা দাবি ছিল। আমি শালিসে ওদের শাসন করাতে জামাল ভাণ্ডারী, কামরুল, শরীফ ও জামালসহ অজ্ঞাতরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী নবীন, শরীফ ও আব্দুল লতিফ বলেন, ঘটনাটি খুবই ন্যক্কার জনক। হামলাকারীরা সবাই মাদক, চুরিসহ বিভিন্ন খারাপ কাজে জড়িত। ইয়াসিনকে জামাল ভাণ্ডারী, কামরুল, শরীফ ও জামালসহ অজ্ঞাতরা প্রথমে জমির মালিক মোতালেবকে ধাওয়া করে। পরে দাঁড়িয়ে থাকা মো. ইয়াসিনকে পিছন থেকে মাথায় চাপাতি দিয়ে আঘাত করলে পরে যান। পরে আরও দুটো কোপ দেয় হামলাকারীরা। আমরা এগিয়ে গেলে আমাদেরও ধাওয়া করে। যেভাবে ধারালো চাপাতি দিয়ে কুপিয়েছে এর ন্যায় বিচার চাই।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোতালেব হোসেন বলেন, আমি ইট দিয়ে বাউন্ডারি নির্মাণকালে মোটা অংকের চাঁদা দাবি করেছিল জামাল ভাণ্ডারী। দিতে অস্বীকার করলে ইটের দেয়াল ভেঙ্গে দিয়ে সেখানে অস্থায়ী ডেরা বানিয়ে প্রকাশ্য মাদক সেবনের আখড়া বসায়। কাগজপত্র যাচাই বাছাই করে ইউনিয়ন পরিষদের প্রতিবেদন আমার পক্ষে দেন চেয়ারম্যান। তাছাড়াও আদালতে অত্র দাগের জমি দাবি করে পিটিশন মামলা দায়ের করেন আনোয়ার আলী। সেটি সিংগাইর উপজেলা ভূমি অফিস কাগজপত্র যাচাই বাছাই করে তদন্ত প্রতিবেদন আমার পক্ষে দেন। জামাল ভাণ্ডারীর সাঙ্গপাঙ্গরা এখনও আমাকে বিভিন্ন হুমকি ধমকি অব্যাহতভাবে দিয়ে আসছে।

সিংগাইর থানার ওসি (তদন্ত) সুমন কুমার আদিত্য বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inb[email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড