রফিক, গাইবান্ধা
গাইবান্ধায় জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল করিম (৫২) ও বল্লামঝাড় ইউনিয়ন সভাপতি মাহাবুব রহমান (৪৫)।
আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান। তিনি জানান, জামায়াতের জেলা আমির ও বল্লামঝাড় ইউনিয়নের সভাপতিসহ ইজাহার নামনীয় ১৮ জন ও আরও অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
ওসি আরও জানান, গত বুধবার পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ক্ষতিকর অন্তর্ঘাতী ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে। মূলত এ মামলায় তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড