এস এম মিজানুর রহমান মজনু, ভালুকা (ময়মনসিংহ)
ভোরবেলায় বাসার প্রধান ফটকের সামনে ছোট একটি ছেলেকে পড়ে থাকতে দেখা যায়। সারারাত কাপড় ছাড়া শীতে কুঁকড়ে গিয়েছিল ছেলেটি। প্রচণ্ড ঠাণ্ডায় সে বেশ অসুস্থ ছিল। অনেক কষ্ট করেছে। তার সঙ্গে কিছু বাদাম ও তেঁতুল পড়ে ছিল। খুব খারাপ অবস্থায় ছিল ওই ছেলেটি। সেবা ও চিকিৎসার পর ছেলেটিকে পরিবারের কাছে ফিরে দিয়েছেন এক জনপ্রতিনিধি।
বলছি- ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টুর কথা। গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) তিনি রাতে তার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ওই ছেলেটি গত এক মাস আগে ভোর বেলা তার বাসার গেইটের সামনে পড়ে থাকতে দেখে তার ছোট ছেলে নাভিল। নাভিলের সমসাময়িক বয়স প্রায়। প্রচণ্ড ঠাণ্ডায় অসুস্থ ছিল। মনে হয় সারারাত কাপড় ছাড়া শীতে পড়েছিল বাচ্চাটি। অনেক কষ্ট করেছে।
তিনি লিখেছেন- তার সাথে কিছু বাদাম ও তেঁতুল পড়ে ছিল। খুব নাজুক অবস্থায় ছিল ওই ছেলেটি। তাকে ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু ও তার বন্ধু তাজু তালুকদার এবং রাজধানী হোটেলের কর্মচারী আলমগীরসহ ছেলেটিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা ব্যবস্থা করে।
তিনি আরও লিখেছেন, পরবর্তীকালে রাজধানী হোটেলে দুই দিন রাখা পর সেখানে থাকা সম্ভব হয়নি। তারপর ছেলেটাকে নিয়ে যান বাসায়। বাসায় তার সাথে রাখে শহীদ বেপারী ও তার স্ত্রী প্রায় এক মাস সন্তানের মত করে আগলে রেখেছে। বিছানায় প্রস্রাব করে দিত রাত জেগে এগুলো পরিষ্কার করতো শহীদ ও তার স্ত্রী। ছেলেটা কথা বলতেও পারে না, বাক প্রতিবন্ধী। তাকে এক মাস ধরে মন কষ্টে ছিল ওই ভাইস-চেয়ারম্যানের। ছেলেটাকে কি করব, কই রাখবে। বাসায় ঢুকলেই ডেকে কাছে এনে বসিয়ে আদর করত। কেন জানি মনে হয় ভেতর কেমন লাগতো, আর তার ছোট ছেলে নাভিলের মত করে চেয়ে থাকত ওই ছেলেটি।
ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু আরও লিখেছেন, গত তিন দিন আগে তার কাছে ছেলেটাকে বসিয়ে মোনাজাতের মতো করে হাত উপরে তুলে তাকেও ইশারা দিয়ে সেও হাত তুললে। পরে আল্লাহ বলে বড় আওয়াজ করে ডাক দেয়। ছেলেটা তো বোবা কথা বলতে পারে না, সেও আল্লাহ বলে আওয়াজ করল। আমার কাছে মনে হয় আল্লাহর আওয়াজটা স্পষ্ট শোনা গেল। আজ রাতে ওই ছেলেটির ঠিকানাসহ তার বাবাকে পেলাম এবং তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। আমার ভেতরে কষ্ট পাচ্ছি, পাশাপাশি শান্তিও পাচ্ছি। আল্লাহ পাক তুমি মহান তুমি সব পার।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড